আন্তর্জাতিক বিভাগে ফিরে যান

নতুন ভাইরাস সংক্রমণের আতঙ্ক! চীনের শহরে ফের লকডাউন

March 11, 2022 | < 1 min read

কোভিডের প্রভাব এখনও দূর হয়নি। তার মধ্যেই আরও একটি নতুন ভাইরাসের আবির্ভাব ঘিরে আতঙ্ক ছড়াল উত্তর-পূর্ব চীনের চাংচুনে। সংক্রমণ যাতে দেশের অন্য প্রান্তে ছড়িয়ে না পড়ে তাই আগেভাগেই ওই শহরের ৯০ লক্ষ মানুষকে ‘ঘরবন্দি’ করল চীন প্রশাসন।

সংক্রমণ ঠেকাতে লকডাউন জারি করা হয়েছে চাংচুন শহরে। এটি একটি শিল্পশহর। সংবাদ সংস্থা এপি-র প্রতিবেদনে এমনই দাবি করা হয়েছে।

প্রশাসনের তরফে এক নির্দেশিকা জারি করে বলা হয়েছে, পরিবারের এক জন সদস্য ছাড়া বাড়ির বাইরে কেউ বেরোতে পারবেন না। সমস্ত শহরবাসীকে তিন পর্যায়ে শারীরিক পরীক্ষা করাতে হবে। আপৎকালীন পরিষেবা ছাড়া বাকি সমস্ত কিছু বন্ধ রাখতে হবে। দেশ জুড়ে স্থানীয় ভাবে সংক্রমিত হয়েছেন ৩৯৭ জন। যাঁদের মধ্যে ৯৮ জন চাংচুং শহরলাগোয়া জিলিন প্রদেশের। গত এক সপ্তাহে জিলিন প্রদেশে সংক্রমিত হয়েছেন ১ হাজার ১০০ জন। তবে তাঁরা নতুন এই ভাইরাসে আক্রান্ত কি না তা স্পষ্ট নয়।

TwitterFacebookWhatsAppEmailShare

#Lockdown, #china

আরো দেখুন