রাজ্য বিভাগে ফিরে যান

পথ দুর্ঘটনায় জখম মাধ্যমিক পরীক্ষার্থী, হাসপাতালে বসেই দিল পরীক্ষা

March 11, 2022 | < 1 min read

দাদার বাইকে চেপে পরীক্ষা কেন্দ্রে যাওয়ার পথে দুর্ঘটনা। জখম মাধ্যমিক পরীক্ষার্থী (Madhyamik Exam)। হাসপাতালে বসেই দিতে হল পরীক্ষা। শুক্রবার সকাল সাড়ে ১১টা নাগাদ ঘটনাটি ঘটেছে বাগদা থানার মাকরা এলাকায়।

পুলিশ জানিয়েছে, আহত ছাত্রীর নাম রহিমা মণ্ডল। তার বাড়ি বাগদা থানার কাপাসাটি এলাকায়। বাগদা কাপাসাটি উচ্চ বিদ্যালয়ের ছাত্রী রহিমা। এদিন সকালে দাদার সঙ্গে বাইকে তাঁর বাইকে চেপে থোয়ারা হাই স্কুলে যাচ্ছিল ইতিহাস পরীক্ষা দিতে। মাকরা এলাকার কাছে ঘটে দুর্ঘটনা। আচমকা দাদার বাইক থেকে পড়ে যায় রহিমা। পায়ে আঘাত লাগে তার।

রহিমাকে পড়ে যেতে দেখে ছুটে আসেন স্থানীয় মানুষজন। তাঁরাই ছাত্রীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। বনগাঁ মহাকুমা হাসপাতালে ভরতি করা হয় রহিমাকে। সেখানে তাঁর প্রাথমিক চিকিৎসার হয়। তারপর হাসপাতালেই পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করা হয়। বনগাঁ মহাকুমা হাসপাতাল সুপার শংকর প্রসাদ মাহাতো বলেন, “পথ দুর্ঘটনায় আহত রহিমা মণ্ডল বনগাঁ মহাকুমা হাসপাতালে ভরতি হলে আমরা তাকে প্রাথমিক চিকিৎসার পরে পরীক্ষা দেবার ব্যবস্থা করেছি।”

উল্লেখ্য, শেষ মাধ্যমিক পরীক্ষা (Madhyamik Exam 2022) হয়েছিল ২০২০ সালে। তারপর দু-দু’টি বছর কেটে গিয়েছে। দু’বছর পর রাজ্যের মেগা পরীক্ষায় মাস্ক পরেই বসতে হচ্ছে ছাত্রছাত্রীদের। পরীক্ষার দিনগুলিতে সকাল ১১টা থেকে বিকেল ৩.১৫ পর্যন্ত রাজ্যের কিছু এলাকায় ইন্টারনেট বন্ধ থাকবে বলে আগেই জানিয়েছে নবান্ন। হোয়াটসঅ্যাপে প্রশ্ন ফাঁস রুখতেই এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। করোনা আবহের মধ্যে এবার প্রায় ৫০ হাজার পরীক্ষার্থী বেড়েছে। রেকর্ড সংখ্যক ১১ লক্ষ ২৬ হাজার ৮৬৩ পড়ুয়া মাধ্যমিক পরীক্ষা দিচ্ছেন। পরীক্ষা চলবে ১৬ মার্চ পর্যন্ত।

TwitterFacebookWhatsAppEmailShare

#Madhyamik, #Madhyamik exam 2022

আরো দেখুন