বিদেশের ধাঁচে সেজে উঠেছে শিয়ালদহ মেট্রো স্টেশন! দেখুন ভিতরের ছবি
শীঘ্রই শিয়ালদহ পর্যন্ত শুরু হতে চলেছে ইস্ট-ওয়েস্ট মেট্রোর পরিষেবা। একেবারে শেষ মুহূর্তের কাজ চলছে সেখানে।
একেবারে বিদেশের ধাঁচে সেজে উঠেছে শিয়ালদহ মেট্রো স্টেশন। দেওয়ালে বিভিন্নরকম কারুকার্য করা হয়েছে।
প্ল্যাটফর্মে থাকছে স্ক্রিন ড্রোর। ডবল ডিসচার্জ প্ল্যাটফর্মও আছে। তার ফলে মেট্রো রেকের দু’দিক দিয়েই যাত্রীরা ওঠানামা করতে পারবেন।
আপাতত কী কাজ বাকি? আগামী মঙ্গলবার কমিশনার অফ রেলওয়ে সেফটির পরিদর্শনে আসার কথা আছে। তবে সূত্রের খবর, বুধবার পর্যন্ত দমকলের ছাড়পত্র পায়নি নির্মাণকারী সংস্থা কলকাতা মেট্রো রেল কর্পোরেশন লিমিটেড (কেএমআরসিএল)।
এমনিতে মার্চ থেকে শিয়ালদহ পর্যন্ত ইস্ট-ওয়েস্ট মেট্রো চালু করার পরিকল্পনা ছিল। কিন্তু বর্তমানে সেই সম্ভাবনা খুবই কম বলে দাবি সংশ্লিষ্ট মহলের। সূত্রের খবর, পয়লা বৈশাখে শিয়ালদহ পর্যন্ত মেট্রো চালু হতে পারে।
যদি সেটা হয়, তাহলে বাংলা নববর্ষের পয়লা দিন থেকেই শিয়ালদহ থেকে সেক্টর ফাইভ পর্যন্ত ছুটবে ইস্ট-ওয়েস্ট মেট্রো।