‘বিজেপির বিরুদ্ধে লড়তে পারে তৃণমূলই’, জাগো বাংলায় তুলোধোনা কংগ্রেসকে
উত্তরপ্রদেশ-সহ পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনে কার্যত নিশ্চিহ্ন কংগ্রেস (Congress)। চারটিতেই বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসছে বিজেপি। আর যে একটি রাজ্যের ক্ষমতা বিজেপি দখল করতে পারেনি, সেই পাঞ্জাবের মসনদে বসছে আপ (AAP), কংগ্রেস নয়। একের পর এক হেভিওয়েট নেতার হারে রীতিমতো মুখ লুকোতে হচ্ছে শতাব্দীপ্রাচীন জাতীয় দলটিকে। জাতীয় রাজনীতিতে অপ্রাসঙ্গিক হতে চলেছে সোনিয়া, রাহুলের দল। একের পর এক নির্বাচনের ফলাফল সেই ইঙ্গিতই দিচ্ছে। এই পরিস্থিতিতে বাংলার শাসকদল, তৃণমূলের মুখপত্র ‘জাগো বাংলা’র তোপের মুখে পড়ল কংগ্রেস। একইসঙ্গে বিজেপি বিরোধী শক্তি হিসেবে নিজেদের আরও তুলে ধরল তৃণমূল (TMC)।
বৃহস্পতিবার ৫ রাজ্যের নির্বাচনী ফলাফল স্পষ্ট হতেই তৃণমূল নেতৃত্ব বার্তা দিয়েছিল, কংগ্রেসের আর প্রাসঙ্গিকতা নেই। তাদের উচিত, তৃণমূলের সঙ্গে মিশে যাওয়া। বৃহস্পতিবার দলের একাধিক নেতার বক্তব্যে এমনটাই স্পষ্ট হয়েছে। আর শুক্রবার ‘জাগো বাংলা’র (Jago Bangla) প্রথম পাতায় ‘কংগ্রেস ব্যর্থ, বিজেপি রুখতে বিকল্প শক্তি তৃণমূল কংগ্রেসই’ শীর্ষক প্রতিবেদনে ফুটে উঠেছে সেই বক্তব্যই। সেখানে লেখা হয়েছে – ‘বিজেপিকে চোখে চোখ রেখে লড়াই করে হারাতে পারে একমাত্র তৃণমূল কংগ্রেসের বাংলা মডেল। ফলে আগামী লোকসভা নির্বাচনকে লক্ষ্য রেখে বাংলার নেতৃত্বেই বিকল্প মঞ্চ তৈরি হবে।’
‘জাগো বাংলা’য় তৃণমূলের এই বক্তব্যেরই প্রতিফলন দেখা গেল ভোট কুশলী প্রশান্ত কিশোরের (Prashant Kishor) টুইটে। তাঁর দাবি, ভারত জয়ের লড়াই হবে ২০২৪-এ এবং তখনই বোঝা যাবে দেশ কার হাতে, রাজ্যে নির্বাচনে কিছু প্রমাণ হওয়ার নয়। এসব মিথ্যা আশ্বাসে কান না দেওয়ার আবেদনও জানান পিকে।