খেলা বিভাগে ফিরে যান

অস্ট্রেলিয়ার টি-২০ বিশ্বকাপজয়ী অধিনায়ক ফিঞ্চকে কিনল কলকাতা নাইট রাইডার্স

March 12, 2022 | < 1 min read

অস্ট্রেলিয়ার টি-২০ বিশ্বকাপ জয়ী অধিনায়ক এবার কলকাতা নাইট রাইডার্সে।

আইপিএল শুরুর দু’সপ্তাহ আগে অ্যারন ফিঞ্চকে নিল কেকেআর। অ্যালেক্স হেলসের পরিবর্তে নেওয়া হল অস্ট্রেলিয়ার সাদা বলের ক্রিকেটের নেতাকে। আচমকা আইপিএল থেকে নাম প্রত্যাহার করে নেন হেলস। সরে যাওয়ার কারণ হিসেবে একটানা জৈব বলয়ে থাকার কথা জানান ইংল্যান্ডের ক্রিকেটার। তারপর থেকেই একজন ব্যাটারের খোঁজ শুরু করে নাইট রাইডার্স। আইপিএলের মেগা নিলামে অবিক্রীত ছিলেন ফিঞ্চ। শেষপর্যন্ত দল পেলেন অজি অধিনায়ক। দেড় কোটি টাকা দিয়ে তাঁকে নিল কেকেআর। 

আইপিএলে ৮৭টি ম্যাচ খেলেছেন ফিঞ্চ। রান দু’হাজারের বেশি। গুজরাট লায়ন্স, কিংস ইলেভেন পাঞ্জাব, দিল্লি ক্যাপিটালস, রাজস্থান রয়্যালস, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে খেলেছেন ফিঞ্চ। গত আইপিএলে খুব একটা সাফল্য পাননি। এবার কলকাতার জার্সিতে কী করেন সেটাই দেখার। ২৬ মার্চ চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে আইপিএল অভিযান শুরু করবে কেকেআর।

TwitterFacebookWhatsAppEmailShare

#Aron Finch, #IPL, #Kolkata Knight Riders

আরো দেখুন