অযথা হর্ন বাজানোর জের, ৬১৫জন গাড়ি চালককে জরিমানা কলকাতা পুলিশের
কোনও কারণ নেই। কানের কাছে অযথা হর্ন বাজাচ্ছেন গাড়ি চালক। এমন অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন অনেকেই। আর এই অপ্রয়োজনে হর্ন বাজালে জরিমানা করারও ব্যবস্থা রয়েছে কলকাতায়। গত মাসে অর্থাৎ ফেব্রুয়ারি মাসে দেখা যাচ্ছে ৬১৫জন গাড়ি চালককে জরিমানা করেছিল কলকাতা পুলিশ। নিয়মভঙ্গকারীদের মাথাপিছু ২ হাজার টাকা করে জরিমানাও করা হয়েছে। গত মাসের হিসাব অনুসারে দেখা যাচ্ছে প্রতিদিন অন্তত ২২টি ক্ষেত্রে অপ্রয়োজনে হর্ন বাজিয়ে আইন ভঙ্গ করা হয়েছে।
একটি সর্বভারতীয় ইংরাজি দৈনিকে প্রকাশিত খবর অনুসারে দেখা যাচ্ছে, গত বছররে জুলাই মাসে শহরে অ্য়ান্টি হঙ্কিং ড্রাইভ শুরু হয়েছিল। মূলত ভ্য়াকসিনেশন সেন্টার ও হাসপাতালের বাইরে যাতে তারস্বরে হর্ন বাজিয়ে শব্দদূষণ তৈরি না করা হয় সেটাই নিশ্চিত করতে চেয়েছে পুলিশ। ট্রাফিক বিভাগের এক আধিকারিকের মতে, সেই সময় মাত্র ১২দিনে ১২৬৪টি নিয়ম ভঙ্গের ঘটনা পাওয়া গিয়েছিল। প্রতিদিন গড়ে ২২২টি করে চালান কাটা হয়েছিল।
কিন্তু কেন এমনভাবে ক্রমাগত অকারণে হর্ন বাজান গাড়ি চালকরা? ট্রাফিক বিভাগের এক আধিকারিকের মতে, গাড়ি চালকদের মধ্যে ধৈর্য্য ক্রমশ কমছে। যার জেরে জ্যাম হলেই তারস্বরে হর্ন বাজিয়ে আগে যাওয়ার চেষ্টা করছেন অনেকে। গাড়ি চালকদের আরও শৃঙ্খলিত করা দরকার। ডিসি ট্রাফিত অরিজিৎ সিনহা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, শহরের রাস্তায় এমন কিছু ভিড়ভাট্টা হচ্ছে না যে ক্রমাগত অকারণে হর্ন বাজাতে হবে। এই ধরনের অভিযান চলবে।