আগামী সোমবার পুরপ্রধানদের নামের চূড়ান্ত তালিকা পৌঁছে যাবে জেলায় জেলায়। এমনটাই জানিয়েছেন রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। তবে পুরপ্রধান ও উপপ্রধানদের নামের তালিকা দেওয়া হবে বন্ধ খামে। কাউন্সিলরদের উপস্থিতিতে তা খোলা হবে। ১০২টি পুরসভা রয়েছে তৃণমূলের হাতে। আরও চারটি পুরসভা রয়েছে ত্রিশঙ্কু।