রাজ্য বিভাগে ফিরে যান

সুস্থ হচ্ছে বাংলা, গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা কমে ৭১

March 12, 2022 | 2 min read

ক্রমেই মারণ ভাইরাসকে হারিয়ে সুস্থতার পথে এগিয়ে চলেছে রাজ্য তথা গোটা দেশ। সরকারি পরিসংখ্যানেই তা স্পষ্ট। নতুন বছরের শুরুতে দেশজুড়ে করোনা পরিস্থিতি রীতিমতো ভয়ংকর হয়ে উঠেছিল। কিন্তু কড়া বিধিনিষেধ এবং টিকাকরণে জোর দিয়ে সংক্রমণে লাগাম টানা সম্ভব হয়েছে। গত ২৪ ঘণ্টায় যেমন বাংলায় ফের সংক্রমিতের সংখ্যা নামল একশোর নিচে। আবারও মৃত্যুহীন রাজ্য।

রাজ্য স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত (coronavirus) হয়েছেন ৭১ জন। গতকাল যে সংখ্যাটা একশোর গণ্ডি পেরিয়েছিল। রাজ্যে এখনও পর্যন্ত করোনা পজিটিভ হয়েছেন ২০ লক্ষ ১৬ হাজার ৩৬৯ জন। যদিও তার মধ্যে প্রায় ৯৯ শতাংশই করোনা মুক্ত হয়ে গিয়েছেন। বুলেটিন বলছে, একদিনে রাজ্যে কোভিড থেকে সুস্থ হয়েছেন ১১১ জন। এখনও পর্যন্ত বাংলার ১৯ লক্ষ ৯৩ হাজার ৬৮১ মানুষ ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে জয়ী। বর্তমানে সুস্থতার হার ৯৮.৮৭ শতাংশ।

চলতি বছরই দেশে আছড়ে পড়তে পারে করোনার চতুর্থ ঢেউ। এমন ইঙ্গিত দিয়ে রেখেছেন বিশেষজ্ঞরা। তারই মধ্যে আবার চিনে নতুন করে সংক্রমণ বাড়ায় জারি হয়েছে বিধিনিষেধ। তবে ভারতের অন্যান্য রাজ্যের মতো বাংলাতেও সংক্রমণের পাশাপাশি কমছে মৃত্যুহারও (১.০৫ শতাংশ)। গত ২৪ ঘণ্টায় মৃত্যুহীন রাজ্য। এখনও পর্যন্ত এ রাজ্যে মারণ ভাইরাসের বলি ২১ হাজার ১৮৬ জন।

করোনা সংক্রমণ রুখতে নমুনা পরীক্ষার উপরে বারবার জোর দিয়েছেন বিশেষজ্ঞরা। গত ২৪ ঘণ্টায় ২০ হাজার ৭১৪টি নমুনা পরীক্ষা হয়েছে। এখনও পর্যন্ত মোট ২ কোটি ৪৪ লক্ষ ৭৫ হাজার ৪৪৫টি নমুনা পরীক্ষা হয়েছে। পজিটিভিটি রেট ০.৩৪ শতাংশ। টেস্টিংয়ের পাশাপাশি টিকাকরণও চলছে জোরকদমে। একদিনে করোনার টিকা নিয়েছেন ১ লক্ষ ৩২ হাজার ৭২৩ জন। উল্লেখ্য, সংক্রমণ অনেকখানি নিয়ন্ত্রণে আসায় আগামী ১৭ মার্চ অর্থাৎ হোলির আগের দিন রাত ১২টা থেকে ভোর ৫টার নাইট কারফিউ তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নবান্ন।

TwitterFacebookWhatsAppEmailShare

#corona vaccine, #West Bengal, #Corona Virus, #covid-19

আরো দেখুন