রাজ্য বিভাগে ফিরে যান

উপনির্বাচনে চমক তৃণমূলের – প্রার্থী শত্রুঘ্ন-বাবুল

March 13, 2022 | < 1 min read

আসানসোল লোকসভা কেন্দ্রের উপ-নির্বাচনে শত্রুঘ্ন সিনহাকে টিকিট দিল তৃণমূল কংগ্রেস

রবিবার বেলার দিকে টুইটারে তৃণমূল কংগ্রেস সুপ্রিমো বলেন, ‘সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের তরফে অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে আসানসোল উপ-নির্বাচনে আমাদের প্রার্থী হলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী এবং জনপ্রিয় অভিনেতা শত্রুঘ্ন সিনহা।’

২০১৯ সালের লোকসভা নির্বাচনে বিজেপির টিকিট আসানসোল থেকে জিতেছিলেন বাবুল। তবে তৃণমূলে যোগ দেওয়ার পর সাংসদপদ ছেড়ে দেন বাবুল। তাঁর ছেড়ে দেওয়া আসনে জনপ্রিয় অভিনেতাকে টিকিট দিয়েছে তৃণমূল।

রাজনৈতিক মহলের মতে, মাস্টারস্ট্রোক দিয়েছেন মমতা। কারণ আসানসোলে হিন্দিভাষী প্রচুর মানুষ আছেন। তাঁদের মন পেতে ‘বিহারি বাবু’-কে প্রার্থী করেছেন তিনি।

অন্যদিকে, বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপ-নির্বাচনে বাবুল সুপ্রিয়কে প্রার্থী করেছে তৃণমূল। অর্থাৎ তাঁকে বিধানসভায় আনার পরিকল্পনা করেছেন মমতারা।

গত বছর বিধানসভা ভোটে বালিগঞ্জ থেকে জিতেছিলেন সুব্রত মুখোপাধ্যায়। কালীপুজোর দিন শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি। সেজন্য ফাঁকা হয়েছিল বালিগঞ্জ আসন।

সেই পরিস্থিতিতে বালিগঞ্জে বাবুলকে টিকিট দেওয়ার ফলে রাজনৈতিক মহলের জল্পনা, তাহলে কি প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীকে পুরস্কার হিসেবে রাজ্যে মন্ত্রিত্ব দেওয়ার পরিকল্পনা করছেন মমতা?

আগামী ১২ এপ্রিল আসানসোল এবং বালিগঞ্জ উপ-নির্বাচন হবে। আগামী ১৬ এপ্রিল ফলাফল ঘোষণা করা হবে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Shatrughan Sinha, #tmc, #Babul Supriyo, #By elections

আরো দেখুন