কলকাতা বিভাগে ফিরে যান

বেসরকারি বাসে বেশি ভাড়া নিচ্ছে? যাত্রীদের পুলিশে অভিযোগ জানানোর পরামর্শ পরিবহণমন্ত্রীর

March 13, 2022 | 2 min read

জ্বালানি পণ্যের মূল্য বৃদ্ধির ফলে দীর্ঘদিন ধরে বেসরকারি বাসের ভাড়া বাড়ানোর দাবি জানিয়ে আসছেন মালিকরা। অথচ মানুষের অসুবিধা কথা জানিয়ে সেই ভাড়া বাড়াতে রাজি হচ্ছে না রাজ্য সরকার। এ নিয়ে দফায় দফায় পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিমের সঙ্গে বৈঠকে বসেছেন বাস মালিকরা। তারপরও সমস্যার সমাধান না হওয়ায় বেসরকারি বাস মালিকরা নিজেরাই বেশি ভাড়া নিচ্ছেন যাত্রীদের কাছ থেকে। এনিয়ে বাস কন্ডাক্টরদের সঙ্গে যাত্রীদের প্রায়শই বচসা লেগেই রয়েছে। এবার বেসরকারি বাসে বেশি ভাড়া নেওয়ার অভিযোগ আসল টক টু মেয়র অনুষ্ঠানে।

কলকাতার এক ব্যক্তি ‘টক টু মেয়রে’ ফোন করে বেসরকারি বাসের বিরুদ্ধে বেশি ভাড়া নেওয়ার নালিশ জানালেন কলকাতা পুরসভার মেয়র তথা রাজ্যের পরিবহনমন্ত্রী ফিরহাদ হাকিমের কাছে। সাধারণত বেআইনি নির্মাণ, নিকাশি ব্যবস্থা বা পুরসভা সংক্রান্ত বিষয়ে টক টু মেয়রে নালিশ জানান নাগরিকরা। তবে এই ধরনের অভিযোগ প্রথম বলেই মনে করছেন পুরসভার আধিকারিকদের একাংশ। ওই ব্যক্তির কাছে অভিযোগ পাওয়ার পরেই ফিরহাদ হাকিম তাঁকে টিকিট নিয়ে পুলিশের কাছে অভিযোগ জানানোর পরামর্শ দিয়েছেন। কোনও বেসরকারি বাস জোর করে বেশি ভাড়া আদায় করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বস্ত করেছেন ফিরহাদ।

প্রসঙ্গত, শহরের রাস্তায় প্রায় ২,০০০ ইলেকট্রিক বাস নামানোর উপর জোর দিয়েছে পরিবহণ দফতর। মেয়র জানান, জ্বালানির অস্বাভাবিক মূল্যবৃদ্ধির মোকাবিলায় ইলেকট্রিক বাসই একমাত্র ভরসা। তবে এই বাসের জন্য লিথিয়াম এবং আয়ন ব্যাটারির জোগান পর্যাপ্ত না থাকায় এখনই নামানো সম্ভব হচ্ছে না। ফিরহাদ জানান, এই ব্যাটারির জন্য চিনের উপর ভরসা করতে হচ্ছে বলে সমস্যা হচ্ছে। তবে এই সমস্যার সমাধানে রাজ্যের একটি ব্যাটারি প্রস্তুতকারক সংস্থা লিথিয়াম আয়ন ব্যাটারি তৈরির জন্য একটি সংস্থার সঙ্গে লিথিয়াম সরবরাহ চেয়ে চুক্তি করেছে। ব্যাটারি পাওয়া গেলেই ইলেকট্রিক বাস নামানো সম্ভব হবে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Kolkata, #firhad hakim, #Bus Fare

আরো দেখুন