← রাজ্য বিভাগে ফিরে যান
এবার সবংয়ের মাদুরশিল্পীরাও ১০০ দিনের কাজের আওতায়
এবার সবংয়ের মাদুরশিল্পীদেরও ১০০দিনের কাজ প্রকল্পে যুক্ত করা হল। শনিবার এক সরকারি কর্মসূচিতে যোগ দিয়ে এলাকার বিধায়ক তথা মন্ত্রী মানস ভুঁইয়া বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই সিদ্ধান্ত নেওয়ায় যাঁরা মাদুর বোনেন তাঁরা উপকৃত হবেন। তিনি মুখ্যমন্ত্রীকে কৃতজ্ঞতা জানান। এদিন সারতার রামপুরা গ্রামে মৎস্য দপ্তরের উদ্যোগে এক মৎস্যচাষির হাতে বিনাব্যয়ে মাছের চারা তুলে দেন মন্ত্রী। মানসবাবুর হাত দিয়েই সেই মাছের চারা পুকুরে ছাড়া হয়। পঞ্চায়েত সমিতির সংশ্লিষ্ট দপ্তরের কর্মাধ্যক্ষ আবুকালাম বক্স বলেন, ওই মৎস্যচাষিকে ৭৫০০টি মাছের চারা ছাড়াও খাবার ও ওষুধ দেওয়া হয়েছে। যার মূল্য প্রায় চার লক্ষ টাকা।