মধ্যবিত্তের সঞ্চয়ে কোপ! মোদী সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে সরব মুখ্যমন্ত্রী
নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়ছে, একই সঙ্গে বৃদ্ধি পাচ্ছে বেকারত্ব, উপরি পাওয়া করোনা কাঁটা। সেই পরিস্থিতিতেই মধ্যবিত্তের উপর ফের একবার নেমে এল মোদী সরকারের খাড়া। মোদী আমলে আবারও মধ্যবিত্তের সঞ্চয়ে কোপ পড়তে চলেছে! নির্বাচনে জেতার পরেই আসল রূপ বের করেছে বিজেপি সরকার, সাধারণ মানুষের উপর কোপ পড়ায় মোদী সরকারের নিন্দায় সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
২০২১-২২ অর্থবর্ষে কমল এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডের সুদের হার। সাড়ে ৮ শতাংশ থেকে কমিয়ে সুদের হার ৮.১ শতাংশ করেছে দিল্লি। বিগত এক দশকে এটাই সর্বনিম্ন সুদের হার। ফলে মাথায় হাত পড়েছে মধ্যবিত্তের৷ এর আগে ১৯৭৭-১৯৭৮ সালে সবচেয়ে কম ছিল ইপিএফ সুদের হার। সেই সময় সুদের হার দাঁড়িয়েছিল ৮ শতাংশ। আগামী কয়েক বছরে সেই রেকর্ড ভেঙে যেতে পারে, বলেই মনে করছে বিশেষজ্ঞরা।
মধ্যবিত্তরের সঞ্চয়ে কোপ পড়ায় মোদী সরকারের সমলোচনায় সরব হলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রের বিজেপি সরকারকে সরাসরি আক্রমণ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করেন, তিনি লেখেন,” উত্তরপ্রদেশে জয় লাভ করেই বিজেপি সরকার উপহার নিয়ে হাজির হয়েছে। নির্বাচনে জিতেই, বিগত চার দশকের মধ্যে সর্বনিম্ন প্রভিডেন্ট ফান্ডের সুদের হার কমিয়ে বিজেপি সরকার নিজেদের মুখোশ খুলে ফেলেছে।” অতিমারির কারণে আর্থিক ব্যবস্থা ভেঙে পড়েছে, অতিমারির মধ্যেই দেশের মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত শ্রমিক, কর্মচারী, চাকুরীজীবিদের উপর এহেন অর্থনৈতিক আঘাত আনার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের সমালোচনা করেছেন।
টুইটে মুখ্যমন্ত্রী আরও যোগ করেন, “কেন্দ্রের এই একমুখী নীতি আদপে জনবিরোধী এবং শ্রমিকবিরোধী পদক্ষেপ, এটাই প্রমান করে দেয় কৃষক, শ্রমিক ও মধ্যবিত্তদের বঞ্চিত করে বড় ব্যবসায়ীদের উদ্দেশ্য সাধন করতে চায় কেন্দ্র সরকার।” মোদী সরকারের এই কালা পদক্ষেপের বিরুদ্ধে সকলে মিলে ঐক্যবদ্ধ প্রতিবাদ গড়ে তোলার আহ্বানও করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।