EXCLUSIVE বাংলায় পা রাখছে আপ? কী বলছে দিল্লি নেতৃত্ব?
আম আদমি পার্টির পোস্টারে ছয়লাপ রাজ্যের বেশ কিছু এলাকা। অরবিন্দ কেজরিওয়ালের নামে পোস্টার পড়তেই সরগরম রাজ্য-রাজনীতি। পোস্টারে লেখা, নোংরা রাজনীতিকে করতে সাফ, বাংলায় এবার আসছে আপ। কলকাতার বুকে গতকাল হয়ে গেল ‘পদার্পণ যাত্রাও’। তবে কি ধীরে ধীরে বাংলায় ঘাঁটি গাড়ার লক্ষ্যে অগ্রসর হচ্ছে অরবিন্দ কেজরিওয়ালের দল? এই নিয়ে এখন রাজ্য রাজনীতিতে জল্পনা তুঙ্গে।
এই প্রশ্ন নিয়েই দিল্লিতে আপের শীর্ষ নেতৃত্বের সাথে যোগাযোগ করে দৃষ্টিভঙ্গি। তাঁরা স্পষ্ট জানিয়ে দেন, বাংলায় আসছে না আম আদমি পার্টি। দলের স্পষ্ট বক্তব্য, অরবিন্দ কেজরিওয়ালের সাথে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক এবং ব্যক্তিগত স্তরের সুসম্পর্কের কথা সর্বজনবিদিত। সুতরাং তৃণমূলের সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে এ রাজ্যে আপের আগমনের কোন কারণই নেই।
আপ সূত্রে বলা হচ্ছে, এই পুরো ঘটনাটাই গেরুয়া শিবিরের চক্রান্ত। বিরোধী শিবিরে ফাটল ধরাতেই এই কাজ করা হয়েছে। যারা নিজেদের আপ পশ্চিমবঙ্গ শাখা বলে দাবি করছেন, তাদের সাথে দলের কোনও সম্পর্ক নেই, এমনটাই খবর আপের শীর্ষ নেতৃত্ব সূত্রে।
উল্লেখযোগ্য, পঞ্জাবে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসার পরই জাতীয় রাজনীতিতে আপের ভূমিকা নিয়ে জল্পনা শুরু হয়েছে। বাংলা সংবাদমাধ্যমের একাংশ দাবি করে, আগামী দিনে বাংলা দখলের লক্ষ্যে ঝাঁপাবে আপ। কিন্তু দলের শীর্ষ নেতৃত্ব দৃষ্টিভঙ্গিকে স্পষ্ট জানিয়ে দিল, এগুলি আকাশকুসুম কল্পনা মাত্র।