আন্তর্জাতিক বিভাগে ফিরে যান

টিকা নিয়েও করোনা আক্রান্ত আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামা

March 14, 2022 | < 1 min read

করোনায় আক্রান্ত আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামা। রবিবার রাতে একটি টুইট করে এই খবর দিয়েছেন তিনি। জানিয়েছেন, সামান্য গলা খুশখুশ রয়েছে তবে আপাতত ঠিকই আছেন।

চিকিৎসকরাও জানিয়েছেন, প্রাক্তন প্রেসিডেন্ট করোনা আক্রান্ত হলেও তাঁর বিশেষ উপসর্গ নেই। করোনা ভাইরাসের অপেক্ষাকৃত কম ক্ষতিকর রূপে আক্রান্ত হয়েছেন তিনি। তবে বারাক করোনা আক্রান্ত হলেও তাঁর স্ত্রী মিশেল সংক্রমিত হননি। টুইটারেই প্রাক্তন ফার্স্টলেডির স্বাস্থ্য সংক্রান্ত খবর দিয়েছেন আমেরিকান প্রেসিডেন্ট।

উল্লেখ্য, বারাক এবং মিশেল— দু’জনেরই করোনা ভাইরাসের টিকা নেওয়া ছিল। এমনকি কিছুদিন আগে বুস্টার টিকাও নিয়েছিলেন দু’জনেই। তবে করোনা আক্রান্ত হলেও ওবামা টুইটারে জানিয়েছেন, তিনি এবং তাঁর স্ত্রী কৃতজ্ঞ যে তাঁদের আগেই বুস্টার টিকাও নেওয়া হয়ে গিয়েছিল।

TwitterFacebookWhatsAppEmailShare

#Coronavirus, #covid 19, #United States of America, #Barak Obama

আরো দেখুন