উত্তরবঙ্গ বিভাগে ফিরে যান

লক্ষ্য পর্যটক বৃদ্ধি, বসন্ত উৎসবে নতুন করে সাজছে মহিষাদল রাজবাড়ী

March 14, 2022 | < 1 min read

রবিবার এক অনুষ্ঠানে মহিষাদল রাজবাড়িকে ঘিরে পর্যটনের সঙ্গে বার্ষিক পার্বণ হিসেবে বসন্ত উৎসবকে যুক্ত করার পরামর্শ দিলেন বিধায়ক তিলক চক্রবর্তী। এজন্য রাজ্যের পর্যটন দপ্তরের সঙ্গে তিনি কথাবার্তা বলবেন বলে জানিয়েছেন। তিলকবাবু রাজ্যের পর্যটন স্ট্যান্ডিং কমিটির সদস্য। এদিন রাজবাড়ির আম্রকুঞ্জে বসন্ত উৎসবের মহড়া অনুষ্ঠানে তিলকবাবু জানান, মহিষাদল রাজবাড়িকে ঘিরে পর্যটন দপ্তর বিভিন্ন উদ্যোগ নিচ্ছে। তার আগে জমি মাপজোকের কাজ করছে ব্লক প্রশাসন। ইতিমধ্যেই সেই রিপোর্ট রাজ্যে পাঠানো হয়েছে। কতটা জমি সরকারের এবং কতটা জমি রাজপরিবারের সেই বিষয়টি নির্ধারণ করা হচ্ছে। জেলা প্রশাসনের উদ্যোগে রাজবাড়ির মধ্যে মিওয়াওয়াকি ফরেস্ট নামে একটি বিশেষ ধরনের বনভূমি তৈরি করা হচ্ছে। আইওসি একাজে সহায়তা করছে। ব্লক প্রশাসন থেকে রাজবাড়ির মধ্যে চলাচলের সুবিধের জন্য কোটি টাকা ব্যয়ে কংক্রিটের রাস্তা তৈরি হয়েছে। তিনি বলেন, রাজবাড়ির শতাব্দী প্রাচীন দুর্গাপুজো, রাস উৎসব, ঐতিহ্যবাহী রথের সঙ্গে আজকের দিনের বসন্ত উৎসব যুক্ত হলে বছরভর পর্যটক আকর্ষণের সুবিধে হবে। এরমধ্যে দুর্গাপুজো ও রাসে রাজপরিবার নিজেরা উদ্যোগ নেন। রথ পরিচালনা করে পঞ্চায়েত সমিতি। মহিষাদল প্রেস কর্নার ও স্থানীয় সংস্কৃতীপ্রেমী মানুষের যৌথ উদ্যোগে এক দশক ধরে বসন্ত উৎসব হচ্ছে। রাজবাড়ির আম্রকুঞ্জের বসন্ত উৎসবকে এবার শান্তিনিকেতনের বসন্ত উৎসবের মতো প্রচারের আলোয় আনতে পর্যটন দপ্তরকে সঙ্গী করতে চান বিধায়ক। এজন্য কীভাবে রাজবাড়ি পরিদর্শন ও বসন্ত উৎসবকে ঘিকে প্যাকেজ ট্যুরের আয়োজন করা যায় সে বিষয়ে ইতিমধ্যেই উদ্যোগ নেওয়া হয়েছে। এ ব্যাপারে পঞ্চায়েত সমিতি ও ব্লক প্রশাসন সহযোগিতা করবে।

TwitterFacebookWhatsAppEmailShare

#basanta utsav, #Mahishadal RajBari

আরো দেখুন