রাজ্য বিভাগে ফিরে যান

নাইট কার্ফু বহাল রেখেই রাজ্যে বাড়ল বিধিনিষেধ

March 15, 2022 | < 1 min read

করোনা ঠেকাতে নাইট কার্ফু বহাল রেখেই রাজ্যে বাড়ল বিধিনিষেধ। আগামী ৩১ শে মার্চ অবধি বাড়ানো হয়েছে বিধিনিষেধ। তবে দোল উপলক্ষ্যে আগামী ১৭ তারিখ বিধিনিষেধে ছাড় দেওয়া হয়েছে।

এর আগে গত ২৮ ফেব্রুয়ারি জারি করা নির্দেশিকায় করোনা সংক্রান্ত বিধিনিষেধের মেয়াদ ১৫ মার্চ পর্যন্ত বাড়ানোর কথা ঘোষণা করেছিল নবান্ন। তার আগে গত ১৪ ফেব্রুয়ারি নবান্নের জারি করা কোভিড বিধিনিষেধে নৈশ কার্ফুর সময়সীমা এক ঘণ্টা কমানো হয়েছিল। জানানো হয়েছিল, রাত ১২ টা থেকে ভোর ৫টা পর্যন্ত নৈশ কার্ফু বলবৎ থাকবে।

মঙ্গলবারের নির্দেশিকাতেও একই নিয়ম বহাল রাখা হয়েছে। জানানো হয়েছে, আগের মতোই কেবল জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত ব্যক্তিদের এই নৈশ কার্ফুর আওতা থেকে বাদ থাকবেন। তবে দোলের আগের রাতে নৈশ কার্ফু শিথিল করা হবে সকলের জন্যই। পাশাপাশি, মাস্ক পরা এবং শারীরিক দূরত্ব বজায় রাখার নিয়ম আগের মতোই বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে মঙ্গলবারের নির্দেশিকাতেও। নবান্নের নির্দেশ, বিভিন্ন সরকারি এবং বেসরকারি সংস্থাগুলিকেও আগের মতোই কোভিডবিধি মেনে কাজ করতে হবে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Night Curfew, #West Bengal, #Covid Restrictions

আরো দেখুন