গত ২৪ ঘণ্টায় রাজ্যে সামান্য বাড়ল দৈনিক করোনা সংক্রমণ, মৃত ২
গত ২৪ ঘণ্টায় ফের ঊর্ধ্বমুখী রাজ্যের কোভিড গ্রাফ। মঙ্গলবারের তুলনায় সামান্য বাড়ল দৈনিক সংক্রমণ। বাড়ল ভাইরাসের থাবায় প্রাণহানিও। ঊর্ধ্বমুখী পজিটিভিটি রেট। এদিকে, আগামী ১৭ মার্চ হোলিকা দহনের জন্য রাত্রিকালীন বিধিনিষেধে ছাড় দেওয়া হয়েছে। ১৮ মার্চও রাত্রিকালীন বিধিতে ছাড় দেওয়া হয়েছে বলেই জানায় নবান্ন। তবে এই দু’দিন ছাড়া ৩১ মার্চ পর্যন্ত রাত ১২টা থেকে ভোর ৫টা পর্যন্ত জরুরি প্রয়োজন ছাড়া রাস্তায় গাড়ি ও মানুষের চলাচল নিষিদ্ধ।
রাজ্য স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৬৫ জন। যা মঙ্গলবারের তুলনায় কিছুটা বেশি। ওইদিন রাজ্যে সংক্রমিত হয়েছিলেন ৪৩ জন। পজিটিভ কেস ২০ লক্ষ ১৬ হাজার ৫৮১। আক্রান্তের মধ্যে হোম আইসোলেশনে রয়েছেন ১ হাজার ১১৯ জন। হাসপাতালে ভরতি রয়েছে ৮৯ জন।
গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসকে হারিয়েছেন ১৩৭ জন। এখনও পর্যন্ত করোনাজয়ীর সংখ্যা বেড়ে দাঁড়াল ১৯ লক্ষ ৯৪ হাজার ১৮২ জন। সুস্থতার হার ৯৮.৮৯ শতাংশ। গত ২৪ ঘণ্টায় করোনা প্রাণ কেড়েছে ২ জনের। মঙ্গলবার করোনা প্রাণ কেড়েছিল মাত্র একজনের। এখনও পর্যন্ত মোট ২১ হাজার ১৯১ জনের মৃত্যু হয়েছে। মৃত্যুহার ১.০৫ শতাংশ।
প্রথম থেকেই নমুনা পরীক্ষা এবং টিকাকরণের উপর বিশেষ জোর দিয়েছেন বিশেষজ্ঞরা। বুধবার ১৯ হাজার ২০৪টি নমুনা পরীক্ষা হয়েছে। এখনও পর্যন্ত মোট ২ কোটি ৫৫ লক্ষ ৪৪ হাজার ৮৮২টি নমুনা পরীক্ষা হয়েছে। পজিটিভিটি রেট ০.৩৪ শতাংশ। রাজ্যের প্রত্যেকটি সরকারি এবং বেসরকারি হাসপাতালে টিকাকরণ হয়েছে ৯৪ হাজার ৬৭৮ ডোজ। রাজ্যের করোনা পরিস্থিতি এখন অনেকটাই নিয়ন্ত্রণে। তবে মাস্ক এবং স্যানিটাইজার ব্যবহারের পরামর্শ বিশেষজ্ঞদের।