← দক্ষিণবঙ্গ বিভাগে ফিরে যান
বাংলার সবচেয়ে বড় গোপালের মূর্তি তৈরী হচ্ছে শান্তিপুরে, উচ্চতা ২৭ ফুট!
দোলযাত্রা উপলক্ষে ২৭ ফুটের গোপাল তৈরি করছে শান্তিপুরের সুত্রাগড় চর বারোয়ারির উদ্যোক্তারা (27 Feet Gopal Idol Being Built in Shantipur Eve of Dolyatra) ৷ এ বার 58তম বছরে নদিয়ার ঐতিহ্যবাহী এই গোপাল পুজোর ৷ প্রতিবার ২৫ ফুটের গোপাল তৈরি করে উদ্যোক্তারা ৷ কিন্তু, গত দু’বছর করোনা সংক্রমণের জেরে বন্ধ ছিল পুজোর জাঁকজমক ৷ তাই করোনার প্রভাব কিছুটা কমায়, এ বার ফের একবার বড় করে দোলযাত্রায় গোপাল পুজোর আয়োজন করেছে শান্তিপুরের সুত্রাগড় চর বারোয়ারি ৷ আর দু’বছর পুজো বন্ধ থাকায় এ বার গোপালের মূর্তির উচ্চতা ২ ফুট বাড়ানো হয়েছে ৷ ২৫ ফুটের বদলে ২৭ ফুটের গোপাল পুজো হবে দোলযাত্রায় ৷ এই গোপাল পুজোকে কেন্দ্র করে সুত্রাগড়ে বড় মেলাও বসে ৷ দু’বছর পর মেলার সেই জমজমাট ছবি আবারও ফিরে আসছে ৷