দক্ষিণবঙ্গ বিভাগে ফিরে যান

বাংলার সবচেয়ে বড় গোপালের মূর্তি তৈরী হচ্ছে শান্তিপুরে, উচ্চতা ২৭ ফুট!

March 16, 2022 | < 1 min read

দোলযাত্রা উপলক্ষে ২৭ ফুটের গোপাল তৈরি করছে শান্তিপুরের সুত্রাগড় চর বারোয়ারির উদ্যোক্তারা (27 Feet Gopal Idol Being Built in Shantipur Eve of Dolyatra) ৷ এ বার 58তম বছরে নদিয়ার ঐতিহ্যবাহী এই গোপাল পুজোর ৷ প্রতিবার ২৫ ফুটের গোপাল তৈরি করে উদ্যোক্তারা ৷ কিন্তু, গত দু’বছর করোনা সংক্রমণের জেরে বন্ধ ছিল পুজোর জাঁকজমক ৷ তাই করোনার প্রভাব কিছুটা কমায়, এ বার ফের একবার বড় করে দোলযাত্রায় গোপাল পুজোর আয়োজন করেছে শান্তিপুরের সুত্রাগড় চর বারোয়ারি ৷ আর দু’বছর পুজো বন্ধ থাকায় এ বার গোপালের মূর্তির উচ্চতা ২ ফুট বাড়ানো হয়েছে ৷ ২৫ ফুটের বদলে ২৭ ফুটের গোপাল পুজো হবে দোলযাত্রায় ৷ এই গোপাল পুজোকে কেন্দ্র করে সুত্রাগড়ে বড় মেলাও বসে ৷ দু’বছর পর মেলার সেই জমজমাট ছবি আবারও ফিরে আসছে ৷

TwitterFacebookWhatsAppEmailShare

#Gopal, #holi

আরো দেখুন