রাজ্য বিভাগে ফিরে যান

কর্মরত অবস্থায় মৃত সরকারি কর্মচারীর পোষ্য পাবে চাকরি! কত দিনের মধ্যে জানেন?

March 16, 2022 | < 1 min read

কর্মরত অবস্থায় মৃত সরকারি কর্মচারীর পোষ্যকে চাকরি দেওয়ার কাজ শেষ করতে হবে আগামী তিন মাসের মধ্যে। এমনই নির্দেশ দেওয়া হল মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর মঙ্গলবারের উচ্চপর্যায়ের বৈঠকে। এদিন সমস্ত দপ্তরের সচিব ও জেলাশাসকদের নিয়ে এই বিষয় বৈঠক করেন মুখ্যসচিব। সাম্প্রতিককালে, স্বাস্থ্য, পঞ্চায়েত, পশুপালন, সেচ, কৃষি ও বিদ্যুৎ সহ অন্যান্য দপ্তরে প্রায় দু’হাজারের মতো আবেদন জমা পড়েছে। যার মধ্যে প্রায় ৬৬২ জন ইতিমধ্যে চাকরি পেয়েছেন। কোনও আইনি জটিলতা না থাকলে, পড়ে থাকা কাজ দ্রুত শেষ করার জন্য পদক্ষেপ নিতে বলা হয়েছে।

বৈঠকে সিএমও-র গ্রিভ্যান্স সেলে পড়ে থাকা অভিযোগগুলি নিয়েও কথা হয়। যে যে দপ্তর ও জেলায় অভিযোগ পড়ে রয়েছে তার দ্রুত সমাধান করার নির্দেশ দেওয়া হয়েছে। যে দপ্তরের অভিযোগ সেই দপ্তরকেই দায়িত্ব নিয়ে তার সমাধান করতে হবে। ওই বৈঠকে সমন্বয় পোর্টাল নিয়ে আলোচনার সময়ে সংশ্লিষ্ট দপ্তরগুলিকে নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করতে বলা হয়েছে। সূত্রের খবর, এখনও পর্যন্ত ৪০৩টি অভিযোগ এন্ট্রি হয়েছে সমন্বয় পোর্টালে। যার মধ্যে সমাধান হয়েছে ২১১টির। মাঝপথে আটকে রয়েছে ৬১টি। বাকিগুলির কাজ এখনও হাতে নেওয়া হয়নি। বাকি থাকা ওই কাজ সংশ্লিষ্ট দপ্তরগুলিকে সমন্বয় বজায় রেখে শেষ করতে হবে সময়ের মধ্যেই। যে কাজগুলি বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের সঙ্গে জড়িত, সেগুলি মার্চ মাসের মধ্যেই শেষ করতে হবে।

TwitterFacebookWhatsAppEmailShare

#job, #Pet, #Government Employees

আরো দেখুন