ইউক্রেন ফেরত পড়ুয়াদের সরকারি খরচে পড়াবে রাজ্য, ঘোষণা মুখ্যমন্ত্রীর
March 16, 2022 | < 1min read
৩৯১ জন ইউক্রেন ফেরত ছাত্র-ছাত্রীদের নিয়ে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে দেখা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন বড়সড় ঘোষণা করেন তিনি। বলেন, ইউক্রেন ফেরত মেডিক্যাল ছাত্র-ছাত্রীদের বেসরকারি কলেজে পড়ার ব্যবস্থা করে দেওয়া হবে। তাঁদের বেসরকারি কলেজে সরকারি খরচে পড়ার সুযোগ করে দেবে সরকার। দেওয়া হবে স্কলারশিপ। যাতে কোনও রকম সমস্যা না হয়।
ইঞ্জিনিয়ারিং ছাত্রদের পশ্চিমবঙ্গে পড়ার ব্যবস্থা করবে সরকার
সরকারি মেডিক্যাল কলেজেই ইন্টার্নশিপ করার সুযোগ পাবে ইউক্রেন ফেরত ইন্টার্নরা। দেওয়া হবে স্টাইপিন।
চতুর্থ এবং পঞ্চম বর্ষের ছাত্র-ছাত্রীদের জন্য মেডিক্যাল কমিশনকে চিঠি লেখা হবে। কমিশন পারমিশন দিলে তাঁরা সুযোগ পাবেন।
প্রথম বর্ষের ছাত্র ছাত্রীরা যদি চায় তাঁরা নতুন করে পশ্চিমবঙ্গের কলেজগুলিতে পড়াশুনা শুরু করতে পারবে