রাজ্য বিভাগে ফিরে যান

দোলের আগে ফের ঊর্ধ্বমুখী করোনা, গত ২৪ ঘন্টায় রাজ্যে আক্রান্তের সংখ্যা বেড়ে ৯৪

March 17, 2022 | < 1 min read

ফের ঊর্ধ্বমুখী রাজ্যের কোভিড গ্রাফ। গত ২৪ ঘণ্টায় ফের বাড়ল সংক্রমণ। তবে সামান্য কমল মৃতের সংখ্যা। বাড়ল পজিটিভিটি রেটও।

রাজ্য স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৯৪ জন। যা বুধবারের তুলনায় কিছুটা বেশি। পজিটিভ কেস ২০ লক্ষ ১৬ হাজার ৬৭৫ জন। অ্যাকটিভ কেস ১ হাজার ১৬৯। হোম আইসোলেশনে রয়েছেন ১ হাজার ৮৪ জন। হাসপাতালে ভরতি ৮৫ জন।

তবে দৈনিক প্রাণহানি কমেছে। একদিনে মৃত্যু হয়েছে ১ জনের। এখনও পর্যন্ত রাজ্যে করোনা প্রাণ কেড়েছে ২১ হাজার ১৯২ জনের। মৃত্যুহার ১.০৫ শতাংশ। গত ২৪ ঘণ্টায় সুস্থতা কমেছে কিছুটা। একদিনে সুস্থ হয়েছেন ১৩২ জন। এখনও পর্যন্ত করোনাজয়ীর সংখ্যা বেড়ে দাঁড়াল ১৯ লক্ষ ৯৪ হাজার ৩১৪ জন। সুস্থতার হার ৯৮.৮৯ শতাংশ।

প্রথম থেকেই নমুনা পরীক্ষা এবং টিকাকরণের উপর বিশেষ জোর দেওয়া হয়েছে। গত ২৪ ঘণ্টায় ১৮ হাজার ৪৭৮টি নমুনা পরীক্ষা হয়েছে। পজিটিভিটি রেট ০.৫১ শতাংশ। ৯১ হাজার ৪৩৯ ডোজ কোভিড টিকাকরণ হয়েছে এদিন। করোনা সংক্রমণ মোটের উপর নিয়ন্ত্রণে। তবে দৈনিক সংক্রমিতের সংখ্যা বুধবারের তুলনায় বৃহস্পতিবার কিছুটা বেড়েছে। এই পরিস্থিতিতে মাস্ক এবং স্যানিটাইজারের সঠিক ব্যবহারের উপর জোর দিয়েছেন বিশেষজ্ঞরা।

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #Corona Virus, #covid 19, #Corona Update, #Bengal Fights Corona

আরো দেখুন