অবশেষে যাদবপুর বিশ্ববিদ্যালয়েও হবে অফলাইন পরীক্ষা!
অবশেষে যাদবপুরে অফলাইন পরীক্ষাতেই সিলমোহর পড়ল। বুধবার এগজাম বোর্ডের বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। সূত্রের খবর, ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টির নবনিযুক্ত ডিন চন্দন মজুমদার ছাত্রদের দাবি মেনে অনলাইন পরীক্ষার পক্ষে থাকলেও তা গুরুত্ব পায়নি। আইআইটি খড়্গপুরের অনলাইন পরীক্ষা নেওয়ার বিষয়টিকে মঙ্গলবার পর্যন্তও উদাহরণ হিসেবে তুলে ধরা হচ্ছিল। তবে, অবশেষে তারাও অফলাইন পরীক্ষার পথে হাঁটায় সেই ‘অজুহাত’ও আর খাটছে না। এর ফলে ইঞ্জিনিয়ারিংয়ের ফাইনাল সেমেস্টার পরীক্ষা অফলাইনেই হচ্ছে। ছাত্রছাত্রীদের তরফে ইমেলে জানানো হয়েছিল, অনেকেই শহরে থাকার জায়গা পাচ্ছেন না। তাই তাঁদের পক্ষে অফলাইন পরীক্ষা দেওয়া কঠিন। সে কথা মাথায় রেখে এও বলা হয়েছে, যাঁরা পরীক্ষা দিতে পারবেন না, তাঁদের ফের সুযোগ দেওয়া হবে। তবে, সেই পরীক্ষাও অফলাইনেই দিতে হবে। প্রসঙ্গত আর্টস এবং সায়েন্স ফ্যাকাল্টির পরীক্ষা অফলাইনে নেওয়ার বিষয়ে সর্বসম্মত সিদ্ধান্ত আগেই হয়েছিল। বুধবার তাতে চূড়ান্ত সিলমোহর পড়ল। সমস্ত বিষয়ের বোর্ড অব স্টাডি অফলাইন পরীক্ষার পক্ষে থাকায় এদিনের বৈঠকে অন্যরকম কিছু হওয়ার সুযোগ ছিল না। তবে, ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্রদের একাংশ এখনও বাসস্থানের সমস্যার কারণ দেখিয়ে পরীক্ষা অনলাইনে করার ছাড়পত্র জোগাড়ের চেষ্টায় রয়েছেন। তবে, তা সফল হবে না বলেই