রাজ্য বিভাগে ফিরে যান

রাজ্যের সরকারি অনুদানে চলা স্কুলে এবার নীল-সাদা ইউনিফর্মে থাকবে বিশ্ববাংলা লোগো!

March 17, 2022 | < 1 min read

রাজ্যের সরকারি অনুদানে চলা সমস্ত স্কুলের ইউনিফর্ম নীল-সাদা হচ্ছেই। শুধু তাই নয়, ইউনিফর্মে বুকের বামদিক থাকবে বিশ্ববাংলা লোগোও। বুধবার পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশনের একটি বিজ্ঞপ্তি সামনে আসায় জানা গিয়েছে এই তথ্য। সমস্ত ইউনিফর্মের রং যে নীল-সাদা হচ্ছে, তা নিয়ে আগেই খবর প্রকাশিত হয়েছিল জনৈক সংবাদপত্রে। তবে, প্রাথমিকভাবে ইউনিফর্মের রং আকাশি-নীল এবং সাদা হওয়ার কথা ছিল। শেষ মুহূর্তে সেই পরিকল্পনা থেকে কিছুটা সরে এসে ইউনিফর্মের রং রাখা হয়েছে নেভি ব্লু এবং সাদা। স্বনির্ভর গোষ্ঠীগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে ছোট ও মাঝারি শিল্প সংস্থাগুলির তৈরি ইউনিফর্মের কাপড় পাওয়ার পরে শার্ট এবং সালোয়ার কামিজের বামদিকে তা সেলাই করে দিতে হবে। তাদের কাছে সেই লোগো যথাসময়ে পৌঁছে দেওয়া হবে। প্রসঙ্গত, অষ্টম শ্রেণি পর্যন্ত সমস্ত ছাত্রছাত্রীকে বিনামূল্যে দুই সেট ইউনিফর্ম দিয়ে থাকে রাজ্য। এবছর রাজ্যের বস্ত্রশিল্প সংস্থাগুলিকে চাঙ্গা করার জন্য তাদের কাছ থেকে কাপড় কিনবে সরকারি সংস্থা তন্তুজ। তাদের মাধ্যমে স্বনির্ভর গোষ্ঠীগুলির কাছে পৌঁছবে সেই কাপড়। যেহেতু কেন্দ্রীয়ভাবে কাপড়গুলি সংগ্রহ করা হচ্ছে, তাই সেগুলির নির্দিষ্ট রঙেই সীমাবদ্ধ রাখতে হচ্ছে বলে খবর।

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #School uniform, #Biswa Bangla Logo

আরো দেখুন