ফের বাড়ল অপরিশোধিত তেলের দাম, পেট্রলের আরও মূল্যবৃদ্ধির আশঙ্কা
আন্তর্জাতিক বাজারে ফের লাফিয়ে বৃদ্ধি পেল অপরিশোধিত তেলের দর (Crude Oil Price)। ফলে পেট্রলের দাম নিয়ে আবার উৎকন্ঠা জাগল। যেভাবে গত কয়েকদিন ধরে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে পতন দেখা যাচ্ছিল তাতে অনেকেই আশা করেছিলেন এদিন ১০০ ডলারের নীচে গিয়ে পাকাপাকি ভাবে সেখানেই অবস্থান করবে Crude Oil। কিন্তু সেই আশা দীর্ঘস্থায়ী হল না। দুঃশ্চিন্তা বাড়িয়ে ফের বৃদ্ধি পেল অপরিশোধিত তেলের দাম। শুক্রবার আন্তর্জাতিক বাজারে তেলের দর ব্যারেল প্রতি ১০৯ ডলারেরও বেশি।
গত মাসের শেষের দিকে ইউক্রেনে রাশিয়া সেনা অভিযান শুরু করতেই জ্বালানির দাম ১০০ ডলারের গণ্ডি পার করেছিল। এরপর দাম বাড়তে বাড়তে সেই দাম ১৩০ ডলার পেরিয়ে গিয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত দাম কমে ৯৮ ডলারে নেমে গিয়েছিল। রাশিয়া ইউক্রেনে সেনা অভিযান শুরু করতেই লাফিয়ে বেড়েছে তেলের দাম (Oil Price)।
উল্লেখ্য, অপরিশোধিত তেলের দাম বেশ অনেকটা না কমলে ভারতে জ্বালানির দাম কমার আপাতত কোনও সম্ভাবনা নেই। কারণ, দেশে নভেম্বরের ৪ তারিখ থেকে জ্বালানির দামে বদল আনেনি তেল কোম্পানিগুলি। তখনও জ্বালানির দাম যা ছিল, এখনও তাই রয়েছে। 4 নভেম্বর আন্তর্জাতিক বাজারে Crude Oil-এর দাম ছিল ১ থেকে ৮২ ডলারের আশেপাশে। এখন সেই দাম রয়েছে ১১০ ডলারের কাছাকাছি।
যেটুকু স্বস্তি ছিল, তা উধাও হল একদিনেই। বিগত কয়েকদিন ধরেই আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে (Crude Oil Price) পতন লক্ষ্য করা গিয়েছিল। কিন্তু শুক্রবার সকাল থেকেই দেখা গেল বৃদ্ধি পেয়েছে দাম। ফলে জ্বালানির দামের চিন্তা রইল অব্যাহত।
দেখে নেওয়া যাক দেশের মেট্রো শহরে আজ পেট্রল-ডিজেলের দাম:
কলকাতায় পেট্রল-ডিজেলের দাম (Kolkata Petrol Diesel Price): মহানগরীতে পেট্রলের দাম রয়েছে লিটার প্রতি ১০৪.৬৭ টাকা। পাশাপাশি ডিজেলের দাম রয়েছে ৮৯.৭৯ টাকা প্রতি লিটার।
দিল্লিতে পেট্রল-ডিজেলের দাম (New Delhi Petrol Diesel Price): দিল্লিতে পেট্রলের দাম রয়েছে ৯৫.৪১ টাকা প্রতি লিটার ও ডিজেলের দাম রয়েছে লিটার প্রতি ৮৬.৬৭ টাকা।
মুম্বইতে পেট্রল-ডিজেলের দাম (Mumbai Petrol Diesel Price): বাণিজ্যনগরীতে পেট্রলের দাম রয়েছে ১০৯.৯০ টাকা। অন্যদিকে লিটার প্রতি ডিজেলের দাম রয়েছে ৯৪.১৪ টাকা।
চেন্নাইতে পেট্রল-ডিজেলের দাম (Chennai Petrol Diesel Price): এই শহরে পেট্রলের লিটার প্রতি দাম রয়েছে ১০১.৪০ টাকা। পাশাপাশি ডিজেলের দর রয়েছে ৯১.৪৩ টাকা।