সাদা শাড়িতে রঙিন বসন্ত! ফের বৃন্দাবনে হোলি খেলায় মাতলেন বিধবারা
এক সময় যা ছিল স্বপ্নাতীত, আজ তাই এক সুন্দর বাস্তবে পরিণত হল।
শ্রীকৃষ্ণভূম বৃন্দাবনে হোলিতে মাতলেন বিধবারা। ব্রজ মণ্ডলের আশ্রয়ে থাকা শয়ে শয়ে বিধবার সাদা শাড়ি আজ রঙে রঙে মাতোয়ারা। আইনি ঝামেলা অনেক আগেই সরে গিয়েছিল। কিন্তু বাদ সাধে কালান্তক অতিমারি। গত দুই বছর হোলি খেলা হয়নি। আনন্দ বাঁধভাঙা উচ্ছ্বাসে পরিণত হল দোলের দিন।
অবশ্যই এ এক ঐতিহাসিক দিন। যতই এটা ২০২২ হোক, যতই ইসরো চন্দ্রযান পাঠাক, ভারতের সমাজ ব্যবস্থায় কিছু কিছু ‘ডগমা’ আজও বিদ্যমান। বিধবারা আজকের দিনেও বেশ কিছু আনন্দ, সুখ থেকে বঞ্চিত। তবে অন্তত রঙ খেলার আনন্দটা তাঁরা এবার নিতে পারলেন।
নামী সমাজকর্মী এবং সুলভ ইন্টারন্যাশনালের প্রতিষ্ঠাতা বিন্দেশ্বর পাঠক না থাকলে হয়তো এসব কিছুই হত না। তিনিই বিধবাদের হোলি খেলার সপক্ষে প্রথম আওয়াজ তোলেন। তাঁর আবেদনের ভিত্তিতেই বিধবাদের হোলি খেলার পক্ষে রায় দেয় সুপ্রিম কোর্ট। গোটা দেশ এক অনন্য দৃশ্যের সাক্ষী হয়। মাঝখানে কোভিডের কারণে দুই বছর স্তব্ধ থাকার পর ফের সেই রঙিন দৃশ্য।