অল ইংল্যান্ড ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ ফাইনালে লক্ষ্যের দিকে তাকিয়ে গোটা ভারত
অল ইংল্যান্ড ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠে ইতিহাস লিখেছেন ভারতের লক্ষ্য সেন। প্রবাসী বাঙালি ধীরেন সেনের ছেলে লক্ষ্য থাকেন আলমোড়ায়। তিন পুরুষ ধরে ওরা ব্যাডমিন্টনে আসক্ত। বাবা জাতীয় কোচ। ৫’১০” উচ্চতার ২২ বছর বয়সী ছেলের ধারাবাহিক সাফল্যে আশা জেগেছে ভারতীয় ক্রিড়া প্রেমীদেরমনে।
অল ইংল্যান্ড ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠে ইতিহাস লিখেছেন লক্ষ্য। এই ইভেন্টের সেমিফাইনালে মালয়েশিয়ার লি জি জিয়াকে ২১-১৩,১২-২১,২১-১৯ হারিয়ে পঞ্চম ভারতীয় হিসেবে নজির গড়েছেন আলমোরার বছর কুড়ির ব্যাডমিন্টন খেলোয়াড়। ১ ঘণ্টা ১৬ মিনিটের লড়াইয়ের পর জিতেছেন লক্ষ্য। এই অসাধারণ জয়ের সুবাদে তিনি ভারতের পঞ্চম শাটলার হিসেবে ঐতিহ্যবাহী এই টুর্নামেন্টের ফাইনালে উঠেছেন। রবিবাসরীয় ফাইনালে বার্মিংহ্যামের ইউটিলিটা এরিনায় তিনি মুখোমুখি হবেন বিশ্বের এক নম্বর খেলোয়াড় ভিক্টর অ্যাক্সেলসেনের, যিনি বিশ্বের এক নম্বর।
*লক্ষ্য সেন বনাম ভিক্টর অ্যাক্সেলসেনের অল ইংল্যান্ড ওপেন ফাইনাল অনুষ্ঠিত হবে বার্মিংহ্যামের ইউটিলিটা এরিনায়
*লক্ষ্য সেন বনাম ভিক্টর অ্যাক্সেলসেনের অল ইংল্যান্ড ওপেন ফাইনাল অনুষ্ঠিত হবে ভারতীয় সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে।
*লক্ষ্য সেন বনাম ভিক্টর অ্যাক্সেলসেনের অল ইংল্যান্ড ওপেন ফাইনাল VH1, MTV, History TV 18 চ্যানেলে দেখা যাবে।
- লক্ষ্য সেন বনাম ভিক্টর অ্যাক্সেলসেনের অল ইংল্যান্ড ওপেন ফাইনাল অনলাইনে কোথায় স্ট্রিম করে দেখা যাবে Voot Select app-এ
১৯৪৭ সালে প্রথমবার অল ইংল্যান্ড ওপেন চ্যাম্পিয়ন হয়েছিলেন প্রকাশ নাথ। এরপর ১৯৮০ ও ১৯৮১ সালে পরপর দু’বার এই প্রতিযোগিতা জিতেছিলেন প্রকাশ পাডুকোন। শেষ বার ২০০১ সালে অল ইংল্যান্ড ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের খেতাব ভারতে নিয়ে আসেন পুলেল্লা গোপীচাঁদ। প্রকাশ নাথ, প্রকাশ পাডুকোন, পুলেল্লা গোপীচাঁদ ফাইনাল জিতলেও, সাইনা নেহওয়াল কিন্তু ক্যারোলিনা মারিনের কাছে ফাইনালে হেরে গিয়েছিলেন। দেখা যাক লক্ষ্য এদিন কী করেন!