অল ইংল্যান্ড চ্যাম্পিয়নশিপে সোনা জেতার স্বপ্ন অধরাই লক্ষ্য সেনের
সারা ভারতের ব্যাডমিন্টনপ্রেমী উৎসুক হয়ে পর্দায় চোখ রেখেছিলেন কখন অল ইংল্যান্ড চ্যাম্পিয়নশিপের সোনার মেডেল উঠবে লক্ষ্য সেনের গলায়। কিন্তু সেই স্বপ্ন অধরাই থেকে গেলো। ডেনমার্কের ভিক্টর অ্যাক্সেলসেনের বিরুদ্ধে জেতার স্বপ্ন সত্যি হলনা আজ।
প্রথম গেমের খেলা শেষে হেরে যান লক্ষ্য। ১০-২১ পয়েন্টে হারলেন তিনি। তারপর দ্বিতীয় গেমেও ১৫-২১ গেমে হেরে গেলেন ভারতের খেলোয়াড়। আগাগোড়া দাপুটে ব্যাডমিন্টন খেলে ম্যাচ পকেটে পুরে নিলেন ভিক্টর।
২০১৫ সালে সাইনা নেহওয়ালের পর ফের অল ইংল্যান্ড চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠলেন কোনও ভারতীয় ব্যাডমিন্টন খেলোয়াড়। সাইনা ফাইনালে উঠলেও হেরে গিয়েছিলেন।
প্রকাশ পাড়ুকোন এবং পুল্লেলা গোপীচাঁদের পর এখনও পর্যন্ত অল ইংল্যান্ড চ্যাম্পিয়নশিপ কোনও ভারতীয় জিততে পারেননি। ২১ বছর পর ফের সোনার হাতছানি ছিল লক্ষ্যের সামনে। তবে শেষ ধাপ পেরোতে পারলেন না। রুপো পেলেন তিনি।