কলকাতা বিভাগে ফিরে যান

এনআরএস মেডিক্যাল কলেজে দেহ ছুঁয়ে শপথ গ্রহণ ২২শে মার্চ

March 20, 2022 | < 1 min read

এন আর এস মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃতদেহ স্পর্শ করে হবু ডাক্তারদের অভিনব শপথগ্রহণ অনুষ্ঠান হবে ২২ মার্চ। সেখানে উপস্থিত থাকতে চলেছেন এন আর এস-এর প্রথম ব্যাচের মহিলা এমবিবিএস ডাঃ সাবিত্রী দে। উল্লেখযোগ্য বিষয় হল, ১৯৪৮ সালে ভারতবিখ্যাত এই হাসপাতালটির নাম ছিল ক্যাম্পবেল মেডিক্যাল কলেজ। সেই ’৪৮-এরই প্রথম এমবিবিএস ব্যাচের ছাত্রী সাবিত্রীদেবী। তাঁর স্নাতকপর্ব শেষ হয় ১৯৫৩ সালে। ততদিনে (১৯৫০ সালে) ক্যাম্পবেল মেডিক্যাল কলেজেরও নাম পাল্টে এন আর এস হয়ে গিয়েছে। 

TwitterFacebookWhatsAppEmailShare

#Oath, #doctors, #NRS

আরো দেখুন