ঘূর্ণিঝড় ‘অশনি’ থেকে রেহাই পেতে চলেছে বাংলা, নিম্নচাপের অভিমুখ মায়ানমার
ঝড়ের ‘অশনি’ সঙ্কেত থেকে আপাতত রেহাই পেতে চলেছে বঙ্গবাসী। আজ, সোমবার আন্দামান সাগরে অতি গভীর নিম্নচাপটি শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড় ‘অশনি’তে পরিণত হলেও তা উপকূলে আসার আগেই দুর্বল হয়ে পড়বে বলে মনে করছেন আবহাওয়াবিদরা। তাছাড়া ওই ঘূর্ণি বা নিম্নচাপের অভিমুখ এখন বাংলা থেকে আরও পূর্বদিকে সরে মায়ানমার উপকূলের দিকে রয়েছে। আবহাওয়া বিশেষজ্ঞদের ধারণা, শেষ পর্যন্ত সেটি গভীর বা সাধারণ নিম্নচাপে পরিণত হয়ে মায়ানমার উপকূল অতিক্রম করবে। তবে এর প্রভাবে দেশের মূল ভূখণ্ডে ঝড়-বৃষ্টি না হলেও আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে দুর্যোগ চলবে।
আলিপুর আবহাওয়া অফিসের অধিকর্তা গণেশকুমার দাস জানিয়েছেন, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের উত্তর দিক দিয়ে বয়ে যাবে ঘূর্ণিঝড় ‘অশনি’। ফলে তার জেরে বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে দ্বীপাঞ্চলে। আন্দামানের মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে। ঘূর্ণিঝড়ের কোনও প্রভাব এরাজ্যে পড়বে না। ঘূর্ণিঝড় সরে গেলে বঙ্গোপসাগর থেকে বেশি মাত্রায় জলীয় বাষ্প দক্ষিণবঙ্গের বায়ুমণ্ডলে প্রবেশ করবে। তখন দক্ষিণবঙ্গে কালবৈশাখীর সম্ভাবনা দেখা দিতে পারে।এই মুহূর্তে