রাজ্যে ঊর্ধ্বমুখী সুস্থতার হার, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তের সংখ্যা কমে ২৭
ভিনদেশে করোনা নতুন করে চোখ রাঙালেও ভারতের বর্তমান কোভিড পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে। স্বস্তিজনক বাংলার করোনা গ্রাফও। গত ২৪ ঘণ্টায় একলাফে বেশ খানিকটা কমল সংক্রমিতের সংখ্যা। ঊর্ধ্বমুখী সুস্থতার হারও।
সোমবার রাজ্য স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন ২৭ জন। গতকাল যে সংখ্যাটা ছিল ৪৫। রাজ্যে এখনও পর্যন্ত করোনা পজিটিভ হয়েছেন ২০ লক্ষ ১৬ হাজার ৮৪২ জন। যদিও তার মধ্যে প্রায় ৯৯ শতাংশই করোনা মুক্ত হয়ে গিয়েছেন। বুলেটিন বলছে, একদিনে রাজ্যে কোভিড থেকে সুস্থ হয়েছেন ৯৬ জন। এখনও পর্যন্ত বাংলার ১৯ লক্ষ ৯৪ হাজার ৭৯৭ মানুষ ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে জয়ী। বর্তমানে সুস্থতার হার ৯৮.৯১ শতাংশ।
চলতি বছরই দেশে আছড়ে পড়তে পারে করোনার চতুর্থ ঢেউ। এমন ইঙ্গিত দিয়ে রেখেছেন বিশেষজ্ঞরা। তারই মধ্যে আবার চিনে নতুন করে সংক্রমণ বাড়ায় জারি হয়েছে বিধিনিষেধ। তবে ভারতের অন্যান্য রাজ্যের মতো বাংলাতে সংক্রমণের পাশাপাশি কমছে মৃত্যুহারও (১.০৫ শতাংশ)। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনার বলি এক। এখনও পর্যন্ত এ রাজ্যে মারণ ভাইরাসের বলি ২১ হাজার ১৯৫ জন।
করোনা সংক্রমণ রুখতে নমুনা পরীক্ষার উপরে বারবার জোর দেওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। কেন্দ্রের তরফেও এমন নির্দেশিকা পাঠানো হয়েছে। গত ২৪ ঘণ্টায় যেমন ৯ হাজার ৮৮৬টি নমুনা পরীক্ষা হয়েছে। এখনও পর্যন্ত মোট ২ কোটি ৪৬ লক্ষ ৯ হাজার ৩৭৪টি নমুনা পরীক্ষা হয়েছে। বর্তমানে বাংলার করোনা পজিটিভিটি রেট কমে দাঁড়িয়েছে ০.২৭ শতাংশে। টেস্টিংয়ের পাশাপাশি টিকাকরণও চলছে জোরকদমে। একদিনে করোনার টিকা নিয়েছেন ৪ হাজার ৯২ জন। আজ, সোমবার থেকেই রাজ্যে শুরু হয়েছে ১২-১৪ বছর বয়সিদের টিকাকরণ অভিযান।