লকডাউনে দেশের ৯৬ টি শহরে বায়ুদূষণ কমেছে, তালিকায় রয়েছে বাংলার ৬ শহরের নামও
করোনা মোকাবিলায় লকডাউনের জেরে বায়ুদূষণ পরিস্থিতির উন্নতি হয়েছে দেশের মোট ৯৬টি শহরে। আর এই তালিকায় নাম রয়েছে কলকাতা, হাওড়া সহ পশ্চিমবঙ্গের ছ’টি শহরের। তবে বায়ুদূষণ বৃদ্ধি পেয়েছে হলদিয়া শহরে। সোমবার লোকসভায় লিখিতভাবে এই কথা জানিয়েছেন কেন্দ্রীয় পরিবেশমন্ত্রী ভূপেন্দ্র যাদব। তিনি জানিয়েছেন, ২০১৯-২০ আর্থিক বছরের তুলনায় ২০২০-২১ অর্থবর্ষে বায়ুদূষণ পরিস্থিতির প্রভূত উন্নতি হয়েছে। উল্লিখিত সময়সীমার মধ্যে দেশের এমন ৯৬টি গুরুত্বপূর্ণ শহরকে চিহ্নিত করা হয়েছে, যেখানে বাতাসে দূষণসৃষ্টিকারী পিএম১০-এর মান হ্রাস পেয়েছে।
পশ্চিমবঙ্গের ক্ষেত্রে উল্লিখিত ছ’টি শহর হল আসানসোল, কলকাতা, বারাকপুর, দুর্গাপুর, হাওড়া এবং রানিগঞ্জ। তবে উল্লিখিত সময়ের মধ্যে সারা দেশে এমন ৩১টি শহরকেও চিহ্নিত করেছে পরিবেশমন্ত্রক, যেখানে পিএম১০-এর মান বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গের হলদিয়া।