দেশ বিভাগে ফিরে যান

জাতীয় পতাকার রঙ বদলের কথা বলে বিতর্ক উস্কে দিলেন কর্ণাটকের আরএসএস নেতা

March 22, 2022 | < 1 min read

‘একদিন ভারতের পতাকার রং গেরুয়া হতে পারে।’—জাতীয় পতাকার রং বদলের কথা বলে বিতর্ক উস্কে দিলেন কর্ণাটকের আরএসএস নেতা কালাদকা প্রভাকর ভাট। তাঁর মতে, ‘কংগ্রেস নিজের স্বার্থেই তেরঙ্গাকে দেশের পতাকা হিসেবে বেছে নিয়েছে। ব্রিটিশ শাসনের সময় ইউনিয়ন জ্যাক ছিল ভারতের পতাকা। তার আগে আমাদের পতাকায় ছিল সবুজ তারা ও চাঁদ। ভবিষ্যতে ফের পতাকার রং বদলাতেই পারে।’

রবিবার কুত্থারের কোরাগাজ্জা ক্ষেত্রে বিশ্বহিন্দু পরিষদের পদযাত্রার শেষে এই বিতর্কিত মন্তব্য করেছেন প্রভাকর ভাট। তিনি বলেছেন, ‘লোকসভা ও রাজ্যসভায় যদি সংখ্যাগরিষ্ঠ সদস্য জাতীয় পতাকার রং বদলের পক্ষে ভোট দেন, তাহলে পতাকার রং গেরুয়া হতেই পারে। আর, এভাবেই হিন্দু সমাজ সঙ্ঘবদ্ধ হবে।’ শুধু হিন্দু রাষ্ট্রের পক্ষে সওয়াল করেই তিনি ক্ষান্ত হননি। স্কুলের পাঠক্রমে ভগবত গীতার অন্তর্ভুক্তির পক্ষেও তিনি জোরালো সওয়াল করেছেন। প্রভাকর ভাট বলেছেন, ‘গুজরাত সরকারের মতো আমাদের সরকারও স্কুলে গীতা অধ্যয়ন বাধ্যতামূলক করেছে। সরকারের এই পদক্ষেপকে স্বাগত জানাই।’

TwitterFacebookWhatsAppEmailShare

#Controversy, #RSS, #National flag

আরো দেখুন