বর্তমান সরকার বামেদের থেকে নাটকের খাতে বেশি খরচ করে, অকপট নাট্যকার মেঘনাথ
অরিজিৎ বিশ্বাসের ‘সূর্য পৃথিবীর চারদিকে ঘোরে’-র হাত ধরে দু’বছর পরে ফের বড় পর্দায় ফিরলেন মেঘনাদ ভট্টাচার্য। এ বার তিনি প্রবীর রায়ের ‘অগ্নিমন্থন’ ছবির কেন্দ্রীয় চরিত্র ‘দিব্যজ্যোতি’। গল্পে রয়েছে ‘নগর দর্পণে’ ছায়া ছবির ছায়া। চরিত্রে উত্তমকুমার অভিনীত চরিত্রের আদল! আশুতোষ মুখোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে তৈরি ‘নগর দর্পন’ উত্তমকুমারের শ্রেষ্ঠ ছবিগুলোর অন্যতম।
লকডাউনের শো কেমন হল সেই প্রসঙ্গে অভিনেতা বলেন, লকডাউনে শো বেশি হয়নি। কিন্তু নাটক হয়েছে। নাট্যমেলাতেও লোক এসেছে। আর এই সবের কৃতিত্বই মেঘনাথ ভট্টাচার্য দিয়েছেন বর্তমান রাজ্য সরকারকে।
তিনি একথায় নতমস্তকে স্বীকার করেছেন যে, বামফ্রন্টের আমলে থিয়েটারের পিছনে যে পরিমাণ অর্থ ব্যয় হত বর্তমান রাজ্য সরকার তার থেকে অনেক বেশি অর্থ ব্যয় করছে। তার ফলে, প্রশিক্ষণ, আলোচনা সভা সহ নাট্য আকাদেমির সব কাজ সুষ্ঠু ভাবে সম্পন্ন হচ্ছে। এ ছাড়া, ৩০০টি নাট্যদলকে মাথাপিছু ৫০ হাজার টাকা করে অনুদান দেয় বর্তমান সরকার। বামফ্রন্টের আমলে এই অর্থের পরিমাণ ছিল ১০-১৫ হাজার টাকা।