মেদিনীপুর ইন্টিগ্রেটেড আয়ূষ হাসপাতালে চালু হল আউটডোর
জঙ্গলমহল পেল প্রথম আয়ূষ হাসপাতাল। মেদিনীপুর সদর বিডিও অফিসের উল্টোদিকে কুইকোঠায় চালু হয়েছে এই হাসপাতাল। নাম মেদিনীপুর ইন্টিগ্রেটেড আয়ূষ হাসপাতাল। ন্যাশনাল আয়ূষ মিশন প্রকল্পে কেন্দ্র-রাজ্য যৌথ উদ্যোগে তৈরি হয়েছে এটি। কেন্দ্র দিয়েছে ৯ কোটি টাকা, আর রাজ্যের খরচ হয়েছে ৬ কোটি টাকা। দু’বছর আগে উদ্বোধনের পরিকল্পনা থাকলেও কোভিড পর্বে তা করা যায়নি। তবে এই হাসপাতাল তৈরি হয়ে যাওয়ার কারণে আপতকালীন ব্যবস্থা হিসেবে এটিকে করোনা হাসপাতালে রূপান্তরিত করা হয়। প্রায় দু’বছর পর অবশেষে এটি আয়ূষ হাসপাতাল হিসেবেই স্থায়ীভাবে চালু হয়ে গেল। ৫০ শয্যার এই হাসপাতালে ইতিমধ্যেই আউটডোর পরিষেবা চালু হয়ে গিয়েছে।
স্বাস্থ্যভবনের আয়ূষ শাখার এক পদস্থ কর্তা বলেন, সেখানে ইন্ডোর পরিষেবা দ্রুত শুরু হবে। চিকিৎসক নিয়োগের কাজ শেষ হয়ে গিয়েছে। আমরা আশা করছি, পশ্চিম মেদিনীপুর সহ জঙ্গলমহলের বিস্তীর্ণ অংশের মানুষ সেখানে নিখরচায় চিকিৎসা পাবেন।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক সূত্রের খবর, ন্যাশনাল আয়ূষ মিশন প্রকল্পে বাংলায় এটি দ্বিতীয় হাসপাতাল। দক্ষিণবঙ্গে প্রথম। এর আগে আলিপুরদুয়ারের তপসিখাতায় চালু হয়েছিল প্রথম আয়ূষ হাসপাতাল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়াল উদ্বোধন করেছিলেন সেটির। করোনা এসে পড়ায় সেই হাসপাতালটিকেও কোভিড হাসপাতালে রূপান্তরিত করা হয়েছিল। অভিযোগ, গত ১১ মাস সেখানে কোনও কোভিড রোগী ভর্তি না হলেও, সেটি এখনও আয়ূষ হাসপাতাল হিসেবে চালু হয়নি।
ন্যাশনাল আয়ুর্বেদা স্টুডেন্টস অ্যান্ড ইয়ুথ অ্যাসোসিয়েশন হাসপাতাল দু’টি দ্রুত চালু করার জন্য বেশ কিছুদিন ধরেই স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগমের কাছে দরবার করে আসছে। সংগঠনের পূর্বাঞ্চলের কো-অর্ডিনেটর ডাঃ সুমিত সুর বলেন, কোভিড পর্বের পর হাসপাতালটি চালু হওয়ায় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ। পাশাপাশি জেলা প্রশাসনের কাছে অনুরোধ, এমন গুরুত্বপূর্ণ একটি হাসপাতাল যে চালু হল, তা যেন সাধারণ মানুষ জানতে পারে। এই নিয়ে আরও প্রচারের দরকার। স্বাস্থ্যভবনের বক্তব্য, কর্মীর অভাব দ্রুত মেটানো হবে। মেদিনীপুরের হাসপাতালের মতো তপসিখাতার হাসপাতালটিও শীঘ্রই চালু হয়ে যাবে।
সূত্রের খবর, ইন্টিগ্রেটেড হাসপাতালটিতে আয়ুর্বেদ ও হোমিওপ্যাথি— দু’ধরনের আউটডোরই আছে। যাঁর যে চিকিৎসা পদ্ধতির উপর বিশ্বাস, তিনি সেইমতো ডাক্তার দেখাতে পারবেন। ডাক্তার দেখানোর খরচ, ওষুধ সহ সমস্ত পরিষেবাই মিলবে বিনামূল্যে।