রাজ্যে থাকবে না কোনও শিক্ষকদের শূণ্যপদ, বার্তা শিক্ষামন্ত্রীর
রাজ্যে শিক্ষক নিয়োগ নিয়ে এবার বড় মন্তব্য করলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। ‘সব শূন্যপদেই দ্রুত নিয়োগ হবে’, বাংলার হবু শিক্ষকদের জন্য বড় বার্তা দিলেন শিক্ষামন্ত্রী। বিধানসভায় প্রশ্নোত্তর পর্বে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এই বার্তা দিলেন।
এদিন শিক্ষামন্ত্রী বলেন, ‘দ্রুতই শিক্ষক নিয়োগ হবে। তবে এখন নিয়োগ নিয়ে কিছু সমস্যা চলছে। সেই সমস্যার দ্রুত সমাধান হবে। দ্রুত নিয়োগ হবে। আগামীদিনে কোনও শূন্য পদ থাকবে না। মুখ্যমন্ত্রী বলেছেন যাতে সব পদে নিয়োগ হয়। সেভাবেই আমরা এগোচ্ছি। কী ভাবে কবে সেটা এখনই সুনির্দিষ্ট বলা সম্ভব নয়। তবে আমরা নিয়োগ করব’।
শিক্ষামন্ত্রীর এই মন্তব্যে খুশি চাকরি প্রার্থীরা। উল্লেখ্য, ১২০০ চাকরিপ্রার্থীর তালিকা প্রকাশ করা হয়েছিল গত বছরেই। হাইকোর্টের সাম্প্রতিক রায় অনুসারে, দ্রুত চাকরিপ্রার্থীদের অভিযোগের নিষ্পত্তি প্রক্রিয়া সম্পন করতে হবে। যদি শিক্ষামন্ত্রীর এই আশ্বাস বাস্তবায়িত হয়, তাহলে বিষয়টি অনেকটাই ইতিবাচক বলে মনে করা হচ্ছে।
শিক্ষামন্ত্রী আরও বলেন, ‘আগামীদিনে কোনও শূন্য পদ থাকবে না। মুখ্যমন্ত্রী বলেছেন যাতে সব পদে নিয়োগ হয়। সেভাবেই আমরা এগোচ্ছি। কী ভাবে কবে সেটা এখনই সুনির্দিষ্ট বলা সম্ভব নয়। তবে আমরা নিয়োগ করব’।