লালবাজারের নতুন উদ্যোগ ‘দুয়ারে তেজস্বিনী’
মাত্র চার বছরে অসামান্য সাফল্য পেল কলকাতা পুলিসের (Kolkata Police Tejaswini) প্রকল্প ‘তেজস্বিনী’। সেই সাফল্যের জনপ্রিয়তাকে আরও বাড়িয়ে তুলতে এবার ‘দুয়ারে তেজস্বিনী’ প্রকল্প নিয়ে আসতে চলেছেন কলকাতা পুলিসের কর্তারা। সেই কারণে লালবাজারে শুরু হয়ে গিয়েছে এই নতুন প্রকল্প তৈরীর প্রস্তাবের ফাইল। সেই ফাইলে কলকাতার পুলিস কমিশনার বিনীত গোয়েল সই করলেই নতুন প্রকল্প নিয়ে কাজ শুরু করে দেবেন পুলিস কর্তারা।
তেজস্বিনী প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত এসি শোভেন বন্দ্যোপাধ্যায় জানান, ২০১৮ সালে শহর জুড়ে শুরু হয়েছিল তেজস্বিনী। ইভটিজিং এবং শ্লীলতাহানি রুখতে শহরের মহিলাদের শারীরিক এবং মানসিকভাবে তৈরি করাই ছিল এই প্রকল্পের লক্ষ্য। এই প্রকল্পে মহিলাদের প্রশিক্ষণ দেওয়া হয়। সেই প্রশিক্ষণে থাকে মার্শাল আর্ট। জুডো এবং ক্যারাটে শিখিয়ে মহিলাদের রুখে দাঁড়ানোর জন্য তৈরি করে দেওয়া হয়।
চার বছর ধরে চলা তেজস্বিনী (Tejaswini) এখন শহরে মহিলাদের কাছে দারুণ জনপ্রিয় হয়ে উঠেছে। সেই জনপ্রিয়তাকে আরো বাড়িয়ে তোলার জন্য এবার পাড়ায় পাড়ায় তেজস্বিনী প্রকল্প ছড়িয়ে দিয়ে মহিলাদের রুখে দাঁড়ানোর প্রশিক্ষণ দেওয়া হবে। কয়েকদিন আগেই এবছরের তেজস্বিনী প্রকল্পের সূচনা করেছিলেন কলকাতার পুলিস কমিশনার বিনীত গোয়েল। এরপর শহরের ৯ প্রশিক্ষণ কেন্দ্রে মহিলাদের প্রশিক্ষণ দেওয়া হয়। প্রতিটি প্রশিক্ষণ কেন্দ্রে ৩০০ জন করে মহিলাকে প্রশিক্ষণ দেওয়া হয়। অর্থাৎ প্রশিক্ষণ দেওয়া হয় মোট ২৭০০ জন মহিলাকে। বৃহস্পতিবার তেজস্বিনীর সমাপ্তি অনুষ্ঠান হবে কলকাতা পুলিস অ্যাথলেটিক ক্লাবে।