দেশ বিভাগে ফিরে যান

রেল স্টেশনগুলিতে সম্পূর্ণ বিনামূল্যে মিলবে না ওয়াই-ফাই পরিষেবা, কেন্দ্রের ঘোষণায় বিতর্ক

March 23, 2022 | < 1 min read

 সাত বছর আগের কেন্দ্রীয় বাজেটে ঘোষণা করা হলেও রেল স্টেশনগুলিতে সম্পূর্ণ বিনামূল্যে মিলবে না ওয়াই-ফাই পরিষেবা। ব্যবহারের আধঘণ্টা পর থেকে দিন প্রতি সর্বনিম্ন ১০ টাকা থেকে মাস পিছু সর্বোচ্চ ৭৫ টাকা পর্যন্ত ‘প্ল্যান’ কিনতে হবে সংশ্লিষ্ট ব্যবহারকারীকে। এর সঙ্গে জুড়বে জিএসটি। মঙ্গলবার ৬ হাজার ১০০ তম রেল স্টেশনে ওয়াই-ফাই পরিষেবা চালু করে ফের এই কথাই জানিয়ে দিল রেলমন্ত্রকের অধীনস্ত সংস্থা রেলটেল। যার জেরে আরও একবার বিতর্ক দানা বাঁধতে শুরু করেছে। প্রশ্ন উঠছে, প্রথম ৩০ মিনিট বিনামূল্যে পরিষেবা দিলেও তারপর থেকে যদি রেল স্টেশনে ওয়াই-ফাই ব্যবহার করার জন্য অর্থ খরচ করতেই হয়, তাহলে ফ্রি সার্ভিসের তাৎপর্য কী? অযথা কেন্দ্রীয় বাজেটে বড় মুখ করে ঘোষণার অর্থই বা কী? যদিও এই ব্যাপারে মুখ কুলুপ এঁটেছেন রেলমন্ত্রকের শীর্ষ আধিকারিকরা।

এদিন রেলটেলের পক্ষ থেকে জানানো হয়েছে, দিন প্রতি ১০ টাকার প্ল্যানে ৩৪ এমবিপিএস স্পিডে পাঁচ জিবি ওয়াই-ফাই ডেটা পাবেন ব্যবহারকারীরা। অন্যদিকে, ৩০ দিনের জন্য ৭৫ টাকার প্ল্যানে মিলবে ৬০ জিবি ওয়াই-ফাই ডেটা। স্পিড হবে ৩৪ এমবিপিএস। পরিষেবা ব্যবহারের প্রথম আধঘণ্টায় বিনামূল্যে যে ওয়াই-ফাই পাবেন একজন ব্যবহারকারী, তার স্পিড অবশ্য এক এমবিপিএস। শুধুমাত্র বেশিক্ষণ ব্যবহার করার জন্যই নয়, রেল স্টেশনে উচ্চ গতি সম্পন্ন ওয়াই-ফাই পরিষেবা ব্যবহার করতে চাইলেও বেশি অর্থ খরচ করতে হবে ব্যবহারকারীকে। স্বাভাবিকভাবেই রেলের এই ভূমিকা নানা প্রশ্নের সম্মুখীন হয়েছে। মঙ্গলবার রেলটেল দাবি করেছে, প্রায় সব রেল স্টেশনেই এই ব্যবস্থা কার্যকর করা গিয়েছে। আর অল্প সংখ্যক স্টেশন বাকি। ওই কাজও শীঘ্রই শেষ হবে। এই মুহূর্তে

TwitterFacebookWhatsAppEmailShare

#Rail Station, #Free Wifi

আরো দেখুন