খেলা বিভাগে ফিরে যান

এশিয়ান কাপের কোয়ালিফাইং রাউন্ডে বাহারিনের কাছে ২-১ গোলে হারল ভারত

March 24, 2022 | 2 min read

ম্যাচটা হারার মতো খেলেনি ভারত। কিন্তু বাহারিনের সঙ্গে ম্যাচে সেই দুর্ভাগ্য তাড়া করল ভারতকে। ২০১৯ সালে এশিয়ান কাপের ম্যাচে ৯০ মিনিটে গোল খেয়ে হেরে যায় ভারত। বুধবার বাহারিনের মানামাতে ভারত হারল ৮৮ মিনিটে গোল খেয়ে। সাত মিনিটের মাথায় পেনাল্টি পেয়েছিল বাহারিন। কিন্তু ভারতের গোলকিপার গুরপ্রীত সিং সিন্ধু আটকে দেন সেই পেনাল্টি শট। এর পর ৩৭ মিনিটে গোল করে বাহারিনকে এগিয়ে দেন মহম্মদ আল হারদান। কিন্তু ৫৯ মিনিটে সেই গোল শোধ করে দেন ভারতের রাইট ব্যাক রাহুল বেকে। ম্যাচ যখন ড্র হবে বলে মনে হচ্ছিল তখন ৮৮ মিনিটে মহম্মদ আল হুমাইদানের গোল ভারতকে হারিয়ে দিল। ১৯৮২ সাল থেকে বাহারিনের সঙ্গে খেলছে ভারত। সেবার ম্যাচ শেষ হয়েছিল গোল শূণ্য ভাবে। তার পর থেকে আজ পর্যন্ত ভারত কখনও হারাতে পারেনি বাহারিনকে।

জুন মাসে এশিয়ান কাপের কোয়ালিফাইং রাউন্ডে ভারতকে খেলতে হবে কম্বোডিয়া, আফগানিস্থানদের সঙ্গে। তারই প্রস্তুতি হিসেবে দুটো প্রস্তুতি ম্যাচ খেলতে ভারত গেছে বাহারিনে। তারই প্রথম ম্যাচ ছিল এদিন। পরের ম্যাচ বেলারুশের সঙ্গে ২৬ মার্চ। গতকাল ভারত যখন মুম্বই থেকে বাহারিন রওনা হয়েছিল তখন পঁচিশজন ফুটবলারের মধ্যে সাতজনের ভিসা হয়নি। সেই সাতজনের ভিসা মঙ্গলবার রাতে আসার পর তারা আজ সকালে বাহারিনে পৌছয়। তবে ভারতের ক্রোয়েশিয়ান কোচ ইগর স্টিমাক যে প্রথম একাদশ সাজিয়েছিলেন তাদের সবাই সদ্য আই এস এল খেলে এসেছেন। গোলে ছিলেন গুরপ্রীত সিং। চার ডিফেন্ডার হলেন রাহুল বেকে, প্রীতম কোটাল, সন্দেশ ঝিঙ্গন এবং শুভাশিস বসু। তিন মিডফিল্ডার ছিলেন প্রণয় হালদার, ড্যানিশ ফারুক এবং রহিম আলি। ফরোয়ার্ডে লিস্টন কোলাসো, ভি পি সুহের এবং মনবীর সিং। এগারো জনের পাঁচজনই এটিকে মোহনবাগানের। ভারতের অধিনায়ক সুনীল ছেত্রী টিমের সঙ্গে যাননি। তাই ফরোয়ার্ড লাইনে একটু অভিজ্ঞতার অভাব তো ছিলই।

শুরুতেই ভারত পিছিয়ে পড়তে পারত। তাদের ডিফেন্সিভ মিডফিল্ডার প্রণয় হালদারকে গতিতে হার মানিয়ে মারহুম ঢুকে পড়েন বক্সের মধ্যে। তাঁর থেকে বল কাড়তে গিয়ে সন্দেশ ঝিঙ্গন কনুই মারেন মারহুমকে। রেফারি পেনাল্টির নির্দেশ দেন। কিন্তু মারহুমের পেনাল্টি শট আটকে দেন গুরপ্রীত। এর পর থেকে বাহারিনের আক্রমণ রুখতে ভারতের ডিফেন্সকে বেশ কাঠখড় পোহাতে হয়। লিস্টন কোলাসো, ভি পি সুহেররা চেষ্টা করেছেন আক্রমণ গড়তে। কিন্তু তাদের মধ্যে ভেদশক্তির অভাব ছিল। যার জন্য বাহারিন গোলকিপারকে তেমন শট ধরতে হয়নি। ৩৭ মিনিটে গোল খেয়ে যায় ভারত। বক্সের বাঁ দিক থেকে ঢুকে মহম্মদ আল হারদান যে শট নেন তা রুখতে পারেননি গুরপ্রীত। তবে গোল খাওয়ার আগে ও পরে তিনি বেশ কয়েকটি শট বাঁচিয়েছেন।

বিরতির পরে ভারত কিন্তু উজ্জীবিত ফুটবল খেলতে শুরু করে। এবং ৫৯ মিনিটে গোলটা শোধ করে দেন রাহুল বেকে। সুহেরের পরিবর্তে মাঠে নামা রোশন সিংহমের ক্রস বক্সের মধ্যে পড়লে অরক্ষিত রাহুল বেকে হেড করে গোল করে ফেলেন। কিন্তু ৮৮ মিনিটে ভারত যে গোলটা খায় তার জন্য তাঁকে দায়ী করা যেতে পারে। ডান দিক থেকে সেন্টারটা যখন বক্সের মধ্যে পড়ছে তখন সেখানে চার ভারতীয় ডিফেন্ডার। কিন্তু রাহুল তাঁর পিছনে থাকা হুমাইদানকে দেখেননি। বলটা তাঁর পায়ে পড়তে না পড়তেই ডান পায়ের শটে গোল করেন হুমাইদান। ভারত হেরে গেলেও প্র্যাক্টিস ম্যাচ হিসেবে খারাপ খেলেনি। শুধু মুহূর্তের মনোসংযোগের অভাবে তাদের হারতে হল।

TwitterFacebookWhatsAppEmailShare

#India, #Bahrain, #Asian Cup qualifying round

আরো দেখুন