তথ্য যাচাই বিভাগে ফিরে যান

রামপুরহাট কাণ্ডে ১২ জন হিন্দুকে পুড়িয়ে মারা হয়েছে? জানুন আসল সত্য

March 24, 2022 | 2 min read

রামপুরহাটের (Rampurhat Violence) ঘটনায় আগুনে ঝলসে একাধিক মানুষের মৃত্যু ঘিরে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভুয়ো পোস্ট (Rampurhat Incident Viral Fake Post)৷ তাতে বলা হয়েছে, অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতরা সবাই হিন্দু৷ তাঁদের মধ্যে ১০ জন মহিলা এবং দু’জন শিশু৷ এই পোস্টটি টুইটারে শেয়ার করে পশ্চিমবঙ্গ সরকারকে তুলোধনা করেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মা (NWC Rekha Sharma)৷ টুইটটি ভাইরাল হওয়া মাত্র নেট পাড়ায় তুমুল আলোড়ন পড়ে যায়৷ রাজ্য পুলিস পোস্টটিকে ভুয়ো বলে জানিয়ে দেয়৷ পাশাপাশি গোটা ঘটনায় সাম্প্রদায়িক রং লাগিয়ে রাজ্যে অস্থিরতা তৈরির চেষ্টার জন্য ভুয়ো পোস্ট শেয়ারকারীদের বিরুদ্ধে আইনি পথে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে রাজ্য পুলিস৷

এতে সবার আগে বিতর্কে জড়ান খোদ মহিলা কমিশনের চেয়ারপার্সন৷ ওই ভুয়ো পোস্ট শেয়ার করে রাজ্য সরকারের নিস্ক্রিয়তা এবং অধিকাংশ মিডিয়ার নীরবতা নিয়ে খোঁচা মেরেছিলেন৷ জানিয়েছিলেন, প্রকৃত ঘটনা জানতে তিনি রাজ্যে মহিলা কমিশনের টিম পাঠাতে পারেন৷ কিন্তু ভুয়ো পোস্টটি শেয়ার করে মহিলা কমিশনের মতো বিধিবদ্ধ স্বশাসিত সংস্থার দায়বদ্ধতা ও বিচক্ষণতাকেই প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিলেন৷ প্রশ্ন উঠছে, মহিলা কমিশনের চেয়ারপার্সন হিসেবে তাঁর তো উচিত ছিল প্রামাণিক কোনও সংস্থা বা প্রতিষ্ঠান মারফত সমস্ত বিষয়টি সম্পর্কে জেনে-বুঝে তারপর টুইট করা৷ কিন্তু তিনি এমন একজনের পোস্ট টুইটারে শেয়ার করেছেন যার কোনও প্রামাণিক সত্যতা নেই৷

ভুয়ো পোস্টটি ২২ মার্চ রাত সাড়ে ১০টার আগে ইন্দ্রনারায়ণ সাহ নামে এক ব্যক্তির প্রোফাইল থেকে শেয়ার করা হয়৷ সেটি গতকাল রাত ১১টার পর শেয়ার করেন রেখা শর্মা৷ আজ বুধবার সন্ধে ৭টার আগে টুইট করে রাজ্য পুলিস জানিয়ে দেয়, ওটি ভুয়ো পোস্ট৷ বীরভূমের রামপুরহাটের ঘটনায় কোনও হিন্দু মহিলা বা শিশুর মৃত্যু হয়নি৷ গোটা ঘটনায় সাম্প্রদায়িক রং লাগানোর জন্য অভিযুক্তদের বিরুদ্ধে আইনি পথে ব্যবস্থা নেওয়া হবে৷ রামপুরহাটের ঘটনা নিয়ে রাজ্যজুড়ে উত্তেজনার পারদ এমনিই চড়ে আছে৷ তার উপর এই সব পোস্ট ভাইরাল করে রাজ্যে অস্থিরতা তৈরির চেষ্টা হচ্ছে বলে জানিয়েছে পুলিস৷

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #fake News, #Fact Check, #Rampurhat

আরো দেখুন