ইউক্রেনের পাশে রয়েছে মার্কিন মুলুক, ন্যাটোর বৈঠকের পর জানালেন বাইডেন
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ (Russia-Ukraine War) শুরুর পর একমাস পেরিয়ে গিয়েছে। দু’পক্ষের প্রতিনিধিরা বেশ কয়েকবার আলোচনার টেবিলে বসলেও এখনও কোনও সমাধান সূত্র মেলেনি। যুদ্ধ থামারও কোনও লক্ষণ নেই। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে (Vladimir Putin) একাধিকবার সরাসরি আলোচনার প্রস্তাব দিয়েছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি (Volodymr Zelensky)। এখনও সেই আবেদনে এখনও সাড়া দেয়নি রাশিয়া। এই পরিস্থিতিতে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে জরুরি আলোচনায় বসল ন্যাটো (NATO)।
বৈঠকে উপস্থিত ছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ন্যাটোর সদর দফতর ব্রাসেলসে আয়োজিত বৈঠকে ন্যাটো, জি-৭ এবং ইউরোপীয় কাউন্সিলের সদস্য দেশগুলির প্রতিনিধিরা যোগদান করেন। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে বিভিন্ন দেশের প্রতিনিধিরা তাঁদের মতামত দেন। মার্কিন প্রেসিডেন্ট টুইটে লেখেন, ‘আজ ব্রাসেলসে আমি ন্যাটো, জি-৭ এবং ইউরোপীয় কাউন্সিলের প্রতিনিধিদের সঙ্গে দেখা করেছি। ইউক্রেনের উপর রাশিয়ার অনাকাঙ্খিত এবং অযৌক্তিক আক্রমণ নিয়ে বিশদে আলোচনা হয়েছে। গণতন্ত্র রক্ষায় ইউক্রেনের জনগণের পাশে আমরা ঐক্যবদ্ধভাবে দাঁড়িয়েছি।’
সম্মেলন শুরু হওয়ার আগে ন্যাটো প্রধান জেন্স স্টলটেনবার্গ বলেন, ‘স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রে হামলা চালিয়ে পুতিন অনেক বড় ভুল করছেন। রাশিয়ার প্রেসিডেন্ট ইউক্রেনের মানুষ ও সেনাদের শক্তি-সাহসের তোয়াক্কা করেননি।’ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে ইউক্রেনে গত ২৪ ফেব্রুয়ারি ভোর থেকে সামরিক অভিযান শুরু করে রুশ বাহিনী। রাশিয়ার হামলায় ইউক্রেনের বেশ কয়েকটি শহর রীতিমতো বিধ্বস্ত। প্রচুর মানুষের মৃত্যুও হয়েছে। প্রাণ বাঁচাতে দেশ ছেড়ে পালিয়েছেন এক কোটি ইউক্রেনিয়।