ফের রাস্তায় বসে আন্দোলনের হুমকি দিল কিষাণ ইউনিয়ন
এমএসপি আইন তৈরি না হলে ফের রাস্তায় বসে আন্দোলন করবেন কৃষকরা। বুধবার এমনই হুঁশিয়ারি দিয়েছেন ভারতীয় কিষাণ ইউনিয়নের (বিকেইউ) সর্বভারতীয় নেতা রাকেশ টিকায়েত। পাশাপাশি কিষাণ মোর্চা জানিয়েছে, আগামী ২৮ এবং ২৯ মার্চ সারা দেশে গ্রামীণ এলাকায় বন্ধ পালন করবেন আন্দোলনকারী কৃষকরা। ফলে সবমিলিয়ে ফের কৃষক ইস্যুতে কেন্দ্রের মোদী সরকারের সঙ্গে সংঘাতে জড়াতে চলেছেন আন্দোলনকারীরা। এবং আরও একবার বৃদ্ধি পেতে চলেছে উত্তাপ। এমএসপি নিয়ে প্রতিশ্রুতি দিয়ে সরকার এই ব্যাপারে চুপ করে আছে। যদি সরকার কৃষকদের দাবি না মানে, তাহলে ফের তাঁদের আন্দোলনের পথে যেতে হবে।’
অন্যদিকে, কেন্দ্রের মোদী সরকারের একাধিক শ্রমিক স্বার্থবিরোধী সিদ্ধান্তের প্রতিবাদে আগামী ২৮ এবং ২৯ মার্চ দেশজুড়ে সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে সর্বভারতীয় শ্রমিক সংগঠনগুলি। সেই আন্দোলনে শামিল হওয়ার কথা ইতিমধ্যেই জানিয়েছে সংযুক্ত কিষাণ মোর্চাও। –