দেশ বিভাগে ফিরে যান

চলতি সপ্তাহে তিনবার! ফের বাড়ল পেট্রোল-ডিজেলের দাম

March 24, 2022 | < 1 min read

এক সপ্তাহে তিনবার বাড়ল জ্বালানির দাম (Petrol-Diesel Price Hike)। পেট্রলের দাম বাড়ল লিটারে ৮৪ পয়সা। ডিজেলের দাম বাড়ল ডিজেলে ৮০ পয়সা।

১০৬ টাকা ৩৪ পয়সা থেকে বেড়ে পেট্রলের নতুন দাম হল ১০৭ টাকা ১৮ পয়সা। ৯১ টাকা ৪২ পয়সা থেকে বেড়ে ডিজেলের নতুন দাম হল ৯২ টাকা ২২ পয়সা। শুক্রবার সকাল থেকে কার্যকর হবে নয়া দাম।

২০২১-এর শেষের দিকে আকাশছোঁয়া জ্বালানীর দামে নাভিশ্বাস উঠেছিল মধ্যবিত্তের। দেশের সাধারণ মানুষকে দীপাবলির উপহার দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। প্রতি লিটার পেট্রলে ৫ টাকা এবং ডিজেলে ১০ টাকা শুল্ক কমায় কেন্দ্র। ফলে এক ধাক্কায় দেশে পেট্রল (Petrol)-ডিজেলের (Diesel) দাম অনেকটা কমে যায়। এরপর জ্বালানীর উপর থেকে কর কমায় বিজেপিশাসিত রাজ্যগুলো। চাপে পড়ে এরপর কয়েকটি বিরোধীশাসিত রাজ্যও কর কমায়। ফলে একধাক্কায় আরও অনেকটা কমে দাম।

যদিও পশ্চিমবঙ্গ সরকার পেট্রল (Petrol) ও ডিজেলের (Diesel) উপর থেকে কর কমায়নি। সম্প্রতি ভারতের পাইকারি বাজারে লিটার প্রতি ২৫ টাকা বাড়ে ডিজেলের দাম (Diesel Price Hike)।

TwitterFacebookWhatsAppEmailShare

#Diesel Price Hike, #Modi Government, #Petrol Price Hike, #Petrol-Diesel Price Hike

আরো দেখুন