রাজ্য বিভাগে ফিরে যান

৩০ মার্চ হরিচাঁদ ঠাকুরের জন্মতিথি, সরকারি ছুটি ঘোষণা রাজ্যের

March 25, 2022 | < 1 min read

৩০ মার্চ শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের (Shri Shri Harichand Thakur) জন্মতিথি৷ সেই উপলক্ষে ওই দিন সরকারি ছুটি (Govt Holiday) ঘোষণা করা হল রাজ্যে (Govt Holiday Calender)৷ এর আগে রাজ্য সরকার ১০ এপ্রিল রবিবার শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের জন্মতিথি বলে জানিয়ে বিজ্ঞপ্তি দিয়েছিল৷ এবং সেদিন সরকারি ছুটি ঘোষণা করা হয়েছিল৷

কিন্তু শুক্রবার নবান্নের তরফে সংশোধনী আনা হয়৷ নতুন বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মধু কৃষ্ণা ত্রয়োদশী তিথিতে শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের জন্মদিন পালন করা হয়৷ এবছর মধু কৃষ্ণা ত্রয়োদশী তিথি পড়েছে ১৫ চৈত্র, ১৪২৮ সন৷ ইংরেজিতে ৩০ মার্চ ২০২২৷ তাই ওই দিন সমস্ত সরকারি প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, পুরনিগম ও পুরসভাগুলি বন্ধ থাকবে৷

বিধানসভা ভোটের আগে বনগাঁর জনসভা থেকে হরিচাঁদ ঠাকুরের জন্মতিথিতে সরকারি ছুটির কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ অনেকেই তাঁর এই সিদ্ধান্তকে মতুয়াদের মন জয়ের চেষ্টা হিসেবে ব্যাখ্যা করেছিলেন৷ ২০১৯ সালের লোকসভা ভোটে বিজেপি তৃণমূলের মতুয়া ভোটব্যাঙ্কে থাবা বসিয়েছিল৷ তৃণমূলের থেকে সরে যাওয়া মতুয়া ভোটকে ফেরাতে তৃণমূল নেত্রী তৎপর হয়েছিলেন বলে মনে করেছিল রাজনৈতিক মহল৷

TwitterFacebookWhatsAppEmailShare

#Shri Shri Harichand Thakur, #Govt Holiday Calender, #Govt Holiday

আরো দেখুন