আন্তর্জাতিক বিভাগে ফিরে যান

বিশ্ব উষ্ণায়নের প্রভাব! পূর্ব আন্টার্কটিকায় ধসে পড়ল বড়সড় বরফের স্তর

March 26, 2022 | < 1 min read

বিশ্ব উষ্ণায়নের প্রভাব! পূর্ব আন্টার্কটিকায় ধসে পড়ল বড়সড় বরফের স্তর (আইস সেল্ফ)। এই আইস সেল্ফের আকার প্রায় রোমের মতো। উপগ্রহ চিত্রে এই তথ্য জানা গিয়েছে। গত কয়েকদিন ধরেই এই এলাকায় তাপমাত্রা বাড়তে বাড়তে রেকর্ড ছাড়িয়েছে। এই কোঙ্গার আইস-সেল্ফ প্রায় ১ হাজার ২০০ বর্গ কিলোমিটার এলাকাজুড়ে ছিল। নাসার প্রকাশিত এই উপগ্রহ চিত্রে উদ্বেগ প্রকাশ করে বিজ্ঞানীরা জানিয়েছেন, ১৫ মার্চ নাগাদ এই আইস-সেল্ফ ধসে পড়ে। ২০০২ তে ধসে পড়েছিল লারসেন বি আইস-সেল্ফ। কোঙ্গার আইস-সেল্ফের আকার তার এক তৃতীয়াংশ। নাসার এক বিজ্ঞানী বলেছেন, এর খুব বেশি প্রভাব হয়তো পড়বে না। কিন্তু ভবিষ্যতে কী বিপদ আসতে চলেছে, এই ঘটনা তারই ইঙ্গিত দিচ্ছে।


আইস সেল্ফগুলি ভূমিভাগের সঙ্গে সংযুক্ত থাকা স্থায়ী ভাসমান বরফের চাদর। আইস সেল্ফগুলি সমুদ্রের জলেই ভাসমান থাকে। তাই এগুলি ভেঙে গেলে সমুদ্রে জলস্তর বৃদ্ধিতে সরাসরি কোনও প্রভাব পড়ে না। কিন্তু আইস-সেল্ফ ধসে  পড়লে জলস্তর বৃদ্ধিতে প্রভাব পড়তে পারে। 

TwitterFacebookWhatsAppEmailShare

#ice, #Global Warming, #east antarctica

আরো দেখুন