বিশ্বভারতীতে সমস্যা মেটাতে দ্রুত কেন্দ্রকে হস্তক্ষেপের আবেদন তৃণমূলের সাংসদের
March 26, 2022 | < 1min read
বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের অচলাবস্থা কাটাতে কেন্দ্রকে অবিলম্বে ‘ফ্যাক্ট ফাইন্ডিং টিম’ পাঠানোর আবেদন করে সংসদে সরব হলেন তৃণমূল এমপি জহর সরকার। রাজ্যসভায় ‘বিশেষ উল্লেখ’ পর্বে তিনি বলেন, শান্তিনিকেতনে বিশ্বকবির বিদ্যালয়ে অচলাবস্থা কাটছেই না। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার পদত্যাগ করেছেন। সিদ্ধান্ত গ্রহণের সর্বোচ্চ কমিটি এক্সিকিউটিভ কাউন্সিলের সদস্যরাও ইস্তফা দিয়েছেন। ছাত্রছাত্রীদের দাবি, হস্টেল খোলা হোক। বাকি থাকা পরীক্ষা হোক অনলাইনে। সব মিলিয়ে অচলাবস্থা চলছে। তাই অবিলম্বে শিক্ষামন্ত্রক হস্তক্ষেপ করে পরিস্থিতি স্বাভাবিক করুক, দাবি করেছেন টিএমসি এমপি।