রাজ্য বিভাগে ফিরে যান

গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত ৬৬ জন, পরপর চার দিন মৃত্যুহীন বাংলা

March 26, 2022 | < 1 min read

ফের ঊর্ধ্বমুখী রাজ্যের কোভিড (COVID19) গ্রাফ। গত ২৪ ঘণ্টায় বাড়ল সংক্রমণ। তবে ধারা বজায় রেখে শনিবারও মৃত্যুহীন বাংলা। স্বাভাবিকভাবেই বাড়ল পজিটিভিটি রেট।


রাজ্য স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত ৬৬ জন। যা শুক্রবারের তুলনায় অনেকটাই বেশি। পজিটিভ কেস (Positive Case) বেড়ে দাঁড়াল ২০ লক্ষ ১৭ হাজার ১৩৮। গত বুধ থেকে শনিবার পর্যন্ত করোনায় মৃত্যুহীন বাংলা। এখনও পর্যন্ত ভাইরাসের থাবায় বঙ্গে প্রাণ হারিয়েছেন ২১ হাজার ১৯৭ জন। মৃত্যুহার ১.০৫ শতাংশ।


করোনা সংক্রমণ বাড়লেও ভরসা জোগাচ্ছে সুস্থতার হার। গত ২৪ ঘণ্টায় করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন ৭৫ জন। তবে তা শুক্রবারের তুলনায় কিছুটা কম। রাজ্যে এখনও পর্যন্ত মোট ১৯ লক্ষ ৯৫ হাজার ২১২ জন সুস্থ হয়েছেন। সুস্থতার হার বেড়ে দাঁড়াল ৯৮.৯১ শতাংশ।


২০২০ সালের মার্চের পর থেকে করোনা ভাইরাসের (Coronavirus) থাবায় কার্যত থমকে যায় গোটা দেশের জনজীবন। করোনা সংক্রমণ রুখতে লকডাউনের (Lockdown) পথে হাঁটে কেন্দ্র। গোটা দেশ তথা রাজ্যে জারি হয় একাধিক বিধিনিষেধ। সেই সময় থেকেই করোনা সংক্রমণ রুখতে নমুনা পরীক্ষার উপর জোর দেওয়া হয়। শনিবার ১৫ হাজার ১১৯টি করোনা পরীক্ষা হয়েছে। এখনও পর্যন্ত ২ কোটি ৪৬ লক্ষ ৯১ হাজার ২১৩টি নমুনা পরীক্ষা হয়েছে। করোনায় পজিটিভিটি রেট ০.৪৪ শতাংশ। টিকাকরণের উপরেও বিশেষ জোর দেওয়া হচ্ছে। শুধুমাত্র শনিবার গোটা রাজ্যজুড়ে ৩ লক্ষ ৬০ হাজার ৯১২ ডোজ টিকাকরণ হয়েছে। করোনা সংক্রমণ বাড়লেও তা অনেকটাই নিয়ন্ত্রণে। তবে তা সত্ত্বেও বিধিনিষেধ মেনে চলার পরামর্শ বিশেষজ্ঞদের। মাস্ক এবং স্যানিটাইজার ব্যবহারের উপর জোর দেওয়া হচ্ছে। শারীরিক দূরত্ববিধিও মেনে চলার উপর জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা।

TwitterFacebookWhatsAppEmailShare

#Coronavirus, #corona positive, #Covid Update

আরো দেখুন