আগুন লাগানোর আগে শাবল-হাঁসুয়া দিয়েই হামলা! বগটুই-কাণ্ডে প্রকাশ্যে নয়া তত্ত্ব
আগুন লাগিয়ে দেওয়ার আগে হামলা চালানো হয়েছিল গ্রামবাসীদের ওপর? বগটুই-কাণ্ডে এমনটাই প্রশ্ন উঠতে শুরু করেছে।
কারণ, ওই গ্রামে সোনা শেখের অগ্নিদগ্ধ বাড়ি থেকে উদ্ধার হল শাবল, হাঁসুয়া। এই সমস্ত অস্ত্র দিয়েই হামলাকারীরা গ্রামবাসীদের ওপর আক্রমণ করেছিল বলে অনুমান করছেন সিবিআইয়ের তদন্তকারী অফিসার এবং ফরেনসিক বিশেষজ্ঞরা। এদিকে এই ঘটনায় অগ্নিদগ্ধ অবস্থায় এক মহিলা আগেই জানিয়েছিলেন, ঘরে আগুন লাগানোর আগে তাঁদেরকে মারধর এবং হামলা চালানো হয়েছিল। পরে অবশ্য সেই মহিলা মারা যান। ময়নাতদন্তের রিপোর্টে তাঁর শরীরে আঘাতের চিহ্নও পাওয়া গিয়েছে। যার ফলে এই তত্ত্ব আরও জোরালো হচ্ছে।
শনিবারের পর রবিবারেও সরেজমিনে তদন্ত শুরু করেছে সিবিআই। ঘটনার দিন রাতের সিসিটিভি ফুটেজ চাওয়া হয়েছে পুলিশের থেকে। পাশাপাশি হাসপাতালে চিকিৎসাধীন তিন মহিলা ও এক নাবালিকার বয়ান রেকর্ড করা হয়েছে। গ্রামবাসীদের সঙ্গেও কথা বলেছেন সিবিআই আধিকারিকেরা। এদিকে এই ঘটনায় আনারুল-সহ ধৃত আরও কয়েকজনকে জিজ্ঞাসাবাদও করা হয়েছে। এদিন ধৃত আনারুল এই ঘটনায় বিরোধীদের ষড়যন্ত্র রয়েছে বলে অভিযোগ করেন।