২০৫ রান টার্গেট দিয়েও হার আরসিবির, ঝোড়ো ব্যাটিং করে ৫ উইকেটে জয় পঞ্জাবের
টি-টোয়েন্টি মানেই অপ্রত্যাশিত কিছু দেখার সুযোগ। টি-টোয়েন্টি মানেই যে কোনও মুহূর্তে ঘুরে যায় খেলার মোড়। তাই তো আইপিএল ঘিরে এত উত্তেজনা ক্রিকেটপ্রেমীদের। আর এবার টুর্নামেন্ট শুরুর দ্বিতীয় দিনই তেমনই মোড় ঘোরানো একটি ম্যাচের সাক্ষী থাকল মুম্বইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়াম। যেখানে ২০৫ রান করেও জিততে ব্যর্থ আরসিবি। অধিনায়কত্বের দায়িত্ব নিয়েই প্রীতির পাঞ্জাবকে জয় উপহার দিলেন মায়াঙ্ক আগরওয়াল।
রানের পাহাড় কাঁধে নিয়ে শুরুটা মন্দ করেনি প্রীতি জিন্টার পাঞ্জাব। সুপার সানডের মেগা ম্যাচে দর্শকদের নজর ছিল শিখর ধাওয়ানের দিকে। প্রথমে মায়াঙ্ক (৩২) ও ভানুকা রাজাপক্ষের (৪৩) সঙ্গে জুটি বেঁধে ভালই এগিয়ে যাচ্ছিলেন। হর্ষল প্যাটেলের ডেলিভারিতে অনুজ রাওয়াতের হাতে ক্যাচ তুলে ৪৩ রানে ফেরেন তিনি। তবে আকাশ দীপ, মহম্মদ সিরাজদের তাণ্ডবে চাপে পড়ে যান মিডল অর্ডার ব্যাটাররা। শেষে শাহরুখ খান ও স্মিথের জুটিতেই ঘুরে দাঁড়ায় পাঞ্জাব। একের পর এক চার ছক্কা হাঁকিয়ে জয় পকেটে ভরে ফেলে প্রীতির দল।