রাজ্য বিভাগে ফিরে যান

বগটুইকাণ্ড নিয়ে সরব জয় গোস্বামীর কলম, প্রকাশিত হল তাঁর কাব্যগ্রন্থ ‘দগ্ধ’

March 27, 2022 | < 1 min read

শিল্পী-সাহিত্যিকেরা, তাঁদের শিল্পকর্মের মধ্যে দিয়ে সময়কে তুলে ধরেন। সময়ের দলিল সৃষ্টির মাধ্যমে বাস্তব সমাজ চিত্র তুলে ধরাই তাঁদের কাজ। সম্প্রতি বগটুইয়ে ঘটে গিয়েছে এক নৃশংস হত্যাকাণ্ড। যখন বুদ্ধিজীবীদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে, ঠিক সেই সময়তেই রামপুরহাটের বগটুইয়ে ঘটে যাওয়া হত্যাকাণ্ডের প্রতিবাদে গর্জে উঠল জয় গোস্বামীর কলম। বগটুইয়ের ঘটনার উপর ভিত্তি করেই তিনি লিখে ফেলন তাঁর নতুন কাব্যগ্রন্থ ‘দগ্ধ’। যা ইতিমধ্যেই প্রকাশিত হয়ে গিয়েছে। গুরুচণ্ডালী প্রকাশনার তরফে উক্ত কাব্যগ্রন্থটি প্রকাশ করা হয়েছে। বইটির বিনিময় মূল্য রাখা হয়েছে ১৫ টাকা। বইটি কলেজ স্ট্রিটে পাওয়া যাবে।​

কাব্যগ্রন্থের ভূমিকায় লেখা হয়েছে, “রামপুরহাটের বগটুই গ্রামে প্রতিশোধের আগুনে পুড়ে ছাই হয়ে গেল একদল নিরপরাধ মানুষ। ঘুমোতে যাওয়ার আগে ওরা কেউ ঘুণাক্ষরেও ভাবেনি, এই ঘুম ভাঙবে না আর। মানুষ পোড়া কটু গন্ধ নাকে নিয়ে যে রাতে ওদের সন্ত্রস্ত প্রতিবেশীরা গ্রাম ছাড়ছে, এই কবিতাগুলি সেই বিনিদ্র রজনীর সন্তান। যে শিশু, যে মা জীবদ্দশায় জানতে পারেনি কোন গোষ্ঠীর হাতে তার বাঁচা-মরার অধিকার ন্যস্ত, এ কবিতাগুচ্ছ তারই নিরুপায় শোকগাথা।”

TwitterFacebookWhatsAppEmailShare

#bogtui, #Joy Goswami

আরো দেখুন